এই সপ্তাহেই ফের নয়া চমক দেবেন পিকে-র আমির খান!

প্রথম নগ্ন পোস্টার নিয়েই একেবারে হুলুস্থূলু অবস্থা। কেন নগ্ন হলেন আমির? এ তো অপসংস্কৃতি। এমন অভিযোগ এনে অনেক আদালতে মামলাও ঠুকেছেন আমিরের বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় পোস্টারেই সবাইকে আরও ১৮০ ডিগ্রি ঘুরে চমকে দিয়েছিলেন আমির। এই সপ্তাহেই ছবির তৃতীয় পোস্টারটিও মুক্তি পেতে চলেছে।
দুটি পোস্টারে একেবারে বিপরীত অবতারে দেখা গিয়েছে আমিরকে। পিকের প্রথম পোস্টারে যেখানে নগ্ন আমির হাতে রেডিও ধরে নিজের গোপন অঙ্গ ঢেকে রেখেছিলেন। সেখানে দ্বিতীয় পোস্টারে ফিউশন রাজস্থানী পোশাকে হাজির আমির খান। পরনে রাজস্থানী ঘের দেওয়া কুর্তা, ও দাদু-ঠাকুরদার জমানার ঢলা পায়জামা আর পায়ে সেই যেন সত্যজিত রায়ের গুপি-বাঘার নাগরাই জুতো।
এখন তৃতীয় পোস্টারে আমিরকে কোন অবতাকে দেখা যাবে তা নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে। আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আমির, অনুষ্কা শর্মা, বোমান ইরানি এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবিটি।