For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরমাণু' প্রসঙ্গে পাকিস্তান নিয়ে মুখ খুললেন জন, কী বার্তা দিল ছবির ট্রেলার, দেখুন ভিডিও

'পরমাণু , দ্য স্টোরি অফ পোখরান', সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর ট্রেলারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এক গুরুত্ব পূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

'পরমাণু , দ্য স্টোরি অফ পোখরান', সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর ট্রেলারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এক গুরুত্ব পূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে। পরমাণু শক্তি ও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এই দুটি দিককে এক লহমায় গেঁথেছে জন আব্রাহাম অভিনীত 'পরামাণু' ছবিটি। ছবির ট্রেলার লঞ্চ হতেই তা সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেটে।

পরমাণু প্রসঙ্গে পাকিস্তান নিয়ে মুখ খুললেন জন, কী বার্তা দিল ছবির ট্রেলার, দেখুন ভিডিও

এদিকে, ছবি নিয়ে কথা বলতে গিয়ে ছবির প্রযোজক তথা অভিনেতা জন জানিয়েছেন, এই ছবিটি পাকিস্তান বিরোধী কোনও ছবি নয়। এটা ভারত সম্পর্কীয় একটি ফিল্ম। আর ভারতের ফিল্ম হিসাবে এই ছবিটিকে উদযাপন করার আহ্বান জানিয়েছেন বলিউডের এই তারকা। ছবিতে জনকে দেখা গিয়েছে একজন সেনা অফিসারের ভূমিকায়। 'ফোর্স' ছবিটির পর আবারও 'অ্যাংরি ইয়াংম্যান' লুকে আসছেন জন। প্রায় ২ বছর পর আবার স্ক্রিনে আসছেন এই নায়ক। স্বভাবতই উচ্ছসিত তাঁর ফ্যানেরা। উল্লেখ্য, ছবিটি ১৯৯৯৮ সালের পোখরানে পরমাণু নিরীক্ষণ নিয়ে তৈরি হয়েছে। ইতিমধ্যেই ছবিটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে।

জন জানিয়েছেন সঠিক বিষয়কে বেছে নিয়ে ফিল্মে অভিনয়ের জন্য় বেশ সময় লাগে। আর তা করতে পেরে তিনি খুশি। প্রযোজক হিসাবেও যে জন নিজেকে তিলে তিলে গড়ে তুলেত চাইছেন ও প্রতিষ্ঠা করতে চাইছেন ইন্ডাস্ট্রিতে , তা এদিন স্পষ্ট করে দেন অভিনেতা। জন ছাড়াও 'পরমাণু' ছবিটিতে অভিনয় করেছেন ডিয়ানা পেন্টি, বোমান ইরানি সহ অনেকে।

English summary
Parmanu Is Not an Anti-Pakistan Film, It's a Very Pro-India Movie, Says John Abraham
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X