For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন ভারত বিরোধিতা নিয়ে ইসলামাবাদের নয়া গেমপ্ল্যান

কাশ্মীর ঘিরে কার্যত বিশ্ব আঙিনায় ব্যাকফুটে পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা ভারত তুলে নেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ঘিরে কার্যত বিশ্ব আঙিনায় ব্যাকফুটে পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা ভারত তুলে নেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ। দেশের অভ্যন্তরে ক্ষোভের মুকতে পড়ে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দেয় পাকিস্তান। সেদেশে বন্ধ করে দেওয়া হয় ভারতের চলচ্চিত্রের প্রদর্শন। এমন অবস্থায় দুই দেশেরই স্বাধীনতা দিবস ১৪ ও ১৫ অগাস্ট। আর সেই প্রেক্ষিতে পাকিস্তান নিয়েছে একাধিক ব্যবস্থা।

পাকিস্তানে স্বাধীনতা দিবসের দিন ভারত বিরোধিতা নিয়ে ইসলামাবদের নয়া গেমপ্ল্যান

১৪ অগাস্টকে পাকিস্তান 'কাশ্মীর সলিডারিটি ডে' হিসাবে তুলে ধরছে। এদিন সেদেশের স্বাধীনতা দিবসের দিন , পাকিস্তান বার্তা দিতে চেয়েছে ,যে তারাও রয়েছে কাশ্মীরের পাশে। আর সেই বার্তার জন্যই এমন 'সহমর্মিতা' দিবস পালনের পরিকল্পনা। ভারতও এর পাল্টা হিসাবে নিয়েছে বড় পদক্ষেপ। পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনটিকে ভারতের তরফে নেটিজেনরা 'সলিডারিটি উইথ বালুচিস্তান' বলে ব্যাখ্যা করেছেন। আর সেই হ্যাশট্যাগই এই মুহূর্তে ভাইরাল হয়ে ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, পাকিস্তানের স্বাধীনতার দিন সমস্ত রেডিও ও টিভি চ্যানেলে ভারত-বিরোধী অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

[আরও পড়ুন: কাশ্মীরে কোন গণহত্যার অভিশপ্ত কাহিনি বলতে চলেছে 'কাশ্মীর ফাইলস'! পোস্টার প্রকাশ্যে][আরও পড়ুন: কাশ্মীরে কোন গণহত্যার অভিশপ্ত কাহিনি বলতে চলেছে 'কাশ্মীর ফাইলস'! পোস্টার প্রকাশ্যে]

পাকিস্তানের সম্প্রচার বিষয়ক সংগঠন ' পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি ' জানিয়েছেন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমল্ত চ্য়ানেল যেন নিজের লোগো স্বাধীনতা দিবসের দিন সাদা-কালোতে মুড়ে ফেলে। পাশপাশি জানানো হয়েছে ,ভারত যেভাবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে তাতে কাশ্মীরি ও পাকিস্তানিরা মানসিকভাবে আহত। ফলে, পাকিস্তানের স্বাধীনতা
দিবসের দিন গোটা পাকিস্তান জুড়ে ভারত বিরোধী অনুষ্ঠান প্রচার হবে।

[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]

English summary
Balochistan Solidarity day,Pakistan asked TV and radio channels to run anti India shows .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X