For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সংবিধান রক্ষায় শর্মিলা ঠাকুর সহ আট বিশিষ্ট নাগরিকদের খোলা চিঠি

‌সংবিধান রক্ষায় শর্মিলা ঠাকুর সহ আট বিশিষ্ট নাগরিকদের খোলা চিঠি

Google Oneindia Bengali News

এ বছর ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে এ দেশে। এরই মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ। দাবি, এই আইন সংশোধন বিরোধী। এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেলমেশ্বর এবং প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এসওয়াই কুরেশি সহ আটজন বিশিষ্ট ব্যক্তিত্বরা সংবিধান রক্ষায় খোলা চিঠি দিল। তাঁরা দেশের নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন যে ৭০তম প্রজাতন্ত্র দিবসের আগে সংবিধানের অর্ন্তদর্শন ও নিরীক্ষণ হোক।

সংবিধান কি শুধুই সাধারণ কালিতে লেখা?

সংবিধান কি শুধুই সাধারণ কালিতে লেখা?

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেলমেশ্বর, প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি, চলচ্চিত্র নির্দেশক আদুর গোপালকৃষ্ণন ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর-সহ ৮ জন স্বাক্ষর করেছেন এই চিঠিতে। ‘সংবিধানের ৭০ বছর: এক গুরুত্বপূর্ণ মুহূর্ত' শীর্ষক এই খোলা চিঠিতে তাঁদের প্রশ্ন, ‘সংবিধান কি নেহাতই সাধারণ কালিতে লেখা প্রশাসনিক পুস্তিকা যা যে ভাবে খুশি ব্যবহার করতে পারে সরকার? নাকি সংবিধান আসলে অসংখ্য শহিদদের রক্তে লেখা একটি পবিত্র বই, যাঁরা ধর্ম, জাতি, ভাষা বা অঞ্চলের ভেদাভেদ আদপেই মানতেন না!'‌

মূল্যবোধকে রক্ষা করা হোক

মূল্যবোধকে রক্ষা করা হোক

দেশজুড়ে যখন এনআরসি, সিএএ নিয়ে বিক্ষিপ্ত বিক্ষোভ-আন্দোলনে যখন জ্বলছে মানুষের মন, ঠিক সেই সময়ই সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের এই আবেদনময় চিঠি। বিরোধী স্বার্থের শান্তিপূর্ণ পুর্নমিলন, নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর আলোচনা এবং ভিন্নমত পোষণের ওপর শ্রদ্ধা জ্ঞাপন গণতন্ত্রের কাঠামো হওয়া উচিত বলে জোর দিয়েছেন তাঁরা। বিশিষ্ট নাগরিকরা আবেদন করেছেন, ‘‌সত্য ও অহিংসা কে অন্তর্ভুক্ত করা হোক। এই দুঠি মূল্যবোধ জাতির পিতার হৃদয়ের অত্যন্ত প্রিয়, যা জনগণের প্রতি আমাদের ক্রিয়াকলাপ অবহিত করে চলেছে।'‌

সংবিধান রক্ষার কর্তব্য সব প্রজন্মের

সংবিধান রক্ষার কর্তব্য সব প্রজন্মের

কুরেশি ও চেলমেশ্বর ছাড়াও এই খোলা চিঠিতে সই করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব শর্মিলা ঠাকুর, প্রাক্তন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরচরণজিত সিং পনাঙ্গ, কর্নাটকী সুরকার টিএমকে কৃষ্ণা, ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান সুখদেও সহ অন্যান্যরা। তাঁদের প্রত্যেকেরই আবেদন সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো হোক। সোমবার বিশিষ্ট ব্যক্তিত্বরা জানিয়েছিলেন যে প্রতিটি প্রজন্মের ‘‌সংবিধানের কার্যধারা অব্যাহতভাবে নিরীক্ষণ এবং তাকে রক্ষা করা একান্ত কর্তব্য।'‌

সিএএ-নিয়ে মোদীকে কী পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?সিএএ-নিয়ে মোদীকে কী পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

English summary
The appeal has come at a time when there have been protests, some of them violent, against the new citizenship law, which critics say discriminates on the basis of religion and violates the Constitution.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X