For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নক্সী কাঁথার মাঠ'-এর সাজু-রূপাই এবার ফিল্মের স্ক্রিনে! জসীমুদ্দিনকে অভিনব শ্রদ্ধার্ঘ্য

জসীমুদ্দিনের কল্পনার সাজু ও রূপাই বাংলার সাহিত্যভাবনাকে সমৃদ্ধ করেছে । সেই দুই চরিত্র নিয়ে 'নক্সী কাঁথার মাঠ' আজও বাঙালিকে আবেগতাড়িত করে ফেলে। সেই সাজু-রূপাই এবার ধরা দেবে স্ক্রিনে।

  • |
Google Oneindia Bengali News

জসীমুদ্দিনের কল্পনার সাজু ও রূপাই বাংলার সাহিত্যভাবনাকে সমৃদ্ধ করেছে । সেই দুই চরিত্র নিয়ে 'নক্সী কাঁথার মাঠ' আজও বাঙালিকে আবেগতাড়িত করে ফেলে। সেই সাজু-রূপাই এবার ধরা দেবে স্ক্রিনে।

নক্সী কাঁথার মাঠ-এর সাজু-রূপাই এবার ফিল্মের স্ক্রিনে! জসীমুদ্দিনকে অভিনব শ্রদ্ধার্ঘ্য

'জাহ্নবী' ছবির পর এবার অনির্বাণ দত্ত নিয়ে আসতে চলেছেন, 'নক্সী কাঁথার কবি'। এটি পরিচালকের একটি স্বতন্ত্র প্রয়াস হয়ে উঠতে চলেছে। পরিচালক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সাজু আর রূপাইযের চরিত্র নিয়ে তিনি চিরকালই আবেগঘন। এই চরিত্রদুটি নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর চিরকালই ছিল। আর এবার কবি জসীমুদ্দিনকে শ্রদ্ধা জানাতে আসছে এই ছবি।

পরিচালক জানিয়েছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন । ফিল্মের শ্যুটিং লোকেশনও আপাতত স্থির করে ফেলেছেন পরিচালক অনির্বাণ দত্ত। এবার অপেক্ষা জসীমুদ্দিনের সৃষ্টিকে স্ক্রিনে ধরার ।

English summary
New Bengali Film based on Bangladeshi Poet Jasimuddin .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X