For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্মানের আসর মাত করল কোন কোন ছবি!

গোটা ২০১৮ সাল মাত করেছে বলিউডের একাধিক ছোট বাজেটের ছবিগুলি। আর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেই সমস্ত ছবির জয়জয়কারই বেশি।

  • |
Google Oneindia Bengali News

গোটা ২০১৮ সাল মাত করেছে বলিউডের একাধিক ছোট বাজেটের ছবিগুলি। আর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেই সমস্ত ছবির জয়জয়কারই বেশি। 'পদ্মাবত' নিয়ে বিভিন্ন সময়ে গেরুয়া শিবিরের ক্ষোভ বিক্ষোভ উঠে আসলেও সেরার জাতীয় পুরস্কারের তালিকায় সেরার সেরা সঙ্গীত পরিলাচক হিসাবে জায়গা করে নিয়েছেন সঞ্জয় লীলা বনশালী। দেখে নেওয়া যাক কোন কোন ছবি ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাত করেছে।

২০১৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্মানের আসর মাত করল কোন কোন ছবি!

২০১৯ সালে সেরা ছবির তকমা পেয়েছে গুজরাতি ছবি 'হেলারো।' সেরা পরিচালকের সম্মান পেয়েছেন 'উরি' ছবির পরিচালক আদিত্য ধর। এবছরের অন্যতম আকর্ষণ যুগ্ম সেরা অভিনেতার তকমা । যা 'অন্ধাধুন' ও 'উরি 'ছবির জন্য আলাদা করে পেয়েছেন ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা। জাতীয় পুরস্কারের মঞ্চ মাত করেছে 'বধাই হো'। ছবিতে অভিনয়রে জন্। সেরা সহঅভিনেত্রীর সম্মান জিতেছেন সুলেখা সিক্রি।'উরি' সেরা পরিচালকের সম্মান ছাড়াও জিতেছে সেরা সাউন্ড ডিজাইনিং , ব্যাক গ্রাউন্ড স্কোর এর সম্মান জিতে নিয়েছে।

[আরও পড়ুন:National Film Awards 2019:সেরা গায়ক অরিজিৎ, সেরা সংলাপের জন্য সম্মানিত চূর্ণী, একনজরে পূর্ণ তালিকা ][আরও পড়ুন:National Film Awards 2019:সেরা গায়ক অরিজিৎ, সেরা সংলাপের জন্য সম্মানিত চূর্ণী, একনজরে পূর্ণ তালিকা ]

সেরা 'পদ্মাবত'এর ঝুলিতে সেরা কোরিওগ্রাফি সহ দুটি বড় পুরস্কার এসেছে। এছাড়া নন ফিচারে সেরার সেরা পুরস্কার গিয়েছে 'মহান হুতাত্মা' ছবির কাছে। এই ক্যাটেগোরিতে সেরা অডিও গ্রাফি জিতে নিয়েছেন বিশ্বদীপ চট্টোপাধ্যায় জিতে নিয়েছেন 'চিল্ড্রেন অফ সয়েল ' ছবির জন্য। এই ক্যাটেগোরিতে সেরা শর্টফিল্মের জন্য পুরস্কার পেয়েছে 'কাসাব'। এবারের চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণী ছবির তরফে আসর মাত করেছে তেলুগু ছবি 'মহানটি' ও কন্নড় ছবি ' KGF'।

English summary
National Film Awards 2019, Arijit Singh gets best singer Churni Ganguly gets best dialogue writer award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X