For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাভেদ আখতারের চোখ উপড়ে নেওয়ার হুমকি কার্নি সেনার! তুঙ্গে 'বোরখা-ঘোমটা' বিতর্ক

শিবসেনার সংবাদপত্র 'সামনা' দাবি করেছিল নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা যদি 'বোরখা' নিষিদ্ধ করতে পারে, তাহলে ভারতের মাটিতে তচা হবে না কেন? যে দাবিকে সমর্থন করেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বীব প্রজ্ঞাও।

Google Oneindia Bengali News

শিবসেনার সংবাদপত্র 'সামনা' দাবি করেছিল নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা যদি 'বোরখা' নিষিদ্ধ করতে পারে, তাহলে ভারতের মাটিতে তচা হবে না কেন? যে দাবিকে সমর্থন করেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বীব প্রজ্ঞাও। এরপরই বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার প্রশ্ন তোলেন বোরখা যদি নিরাপত্তার জন্য নিষিদ্ধ হতে পারে, তাহলে ঘোমটা কেন নয়? আর তাঁর এমন বক্তব্যের পরই বিতর্ক তুঙ্গে ওঠে। পাল্টা জাভেদকে হুমকি দিতে শুরু করে রাজস্থানের কট্টরপন্থী সংগঠন কার্নি সেনা।

জাভেদ আখতারের চোখ উপড়ে নেওয়ার হুমকি কার্নি সেনার! তুঙ্গে বোরখা বিতর্ক

কার্নি সেনার তরফে এক প্রথম সারির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে,' বোরখার সঙ্গে সন্ত্রাসবাদ জড়িয়ে , জড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমরা জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার জন্য ৩ দিনের সময় দিয়েছি।' সংগঠনের তরফে জীবন সিং সোলাঙ্কির হুমকি, 'জাভেদ আখতার যদি ক্ষমতা না চান তাহলে তাঁর চোখ উপড়ে নেওয়া হবে। জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। বাড়িতে ঢুকে মারধর করা হবে।'
এর আগেও, 'পদ্মাবত' থেকে 'মণিকর্ণিকা' ইস্যুতে এই কট্টরপন্থী সংগঠনের তরফে একাধিক বিতর্কিত মন্তব্য উঠে আসে।

এদিকে, নিজের অবস্থান স্পষ্ট করতে জাভেদ আখতার টুইটারকে হাতিয়ার করেছেন। তিনি জানিয়েঠছেন সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। তাঁর দাবি তিনি গোটা বিষয়টি নিয়ে মহিলাদের ক্ষমতায়ণের পক্ষে সওয়াল করেছেন। বোরখা হোক বা ঘোমটা ,তিনি মুখ ঢাকা পোশাককে সমর্থন করেন না বলে টুইটে জানান জাভেদ আখতার।

English summary
Karni Sena threatens Javed Akhtar over banning ghoonghat statements.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X