For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে ফিরেই এই খাবারগুলি খেতে চান জয়া! আর যা জানালেন অভিনেত্রী

শুধু বাংলাদেশই নয় , অভিনেত্রী জয়া আহসান এই মুহুর্তে বাংলা চলচ্চিত্রেরও একজন নামী অভিনেত্রী । 'বিসর্জন' ছবির জন্য এদেশের বহু পুরস্কারে তিনি সম্মানিত।

  • |
Google Oneindia Bengali News

শুধু বাংলাদেশই নয় , অভিনেত্রী জয়া আহসান এই মুহুর্তে বাংলা চলচ্চিত্রেরও একজন নামী অভিনেত্রী । 'বিসর্জন' ছবির জন্য এদেশের বহু পুরস্কারে তিনি সম্মানিত। এর আগেওএক ঝাঁক বাংলা ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত পেয়েছে। আর বাংলাদেশের এই ব্যস্ততম অভিনেত্রী এখন এদেশে 'ক্রিসক্রস'-এর শ্যুটিং এ রয়েছেন। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে জয়ার সঙ্গে রয়েছেন বহু টলি তারকা।

বাংলাদেশে ফিরেই এই খাবারগুলি খেতে চান জয়া! আর যা জানালেন অভিনেত্রী

[আরও পড়ুন:মুম্বইয়ে পাড়ি দিয়ে অঙ্কুশ যা করছেন পোস্ট করলেন এই ভিডিও-তে][আরও পড়ুন:মুম্বইয়ে পাড়ি দিয়ে অঙ্কুশ যা করছেন পোস্ট করলেন এই ভিডিও-তে]

তবে বাংলাদেশের অভিনেত্রী জয়ার মন কিন্তু পড়ে রয়েছে পদ্মাপারেই। তিনি এক প্রথম সারির বাংলাদেশী সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , খুব শিগিগিরই তিনি বাংলাদেশে ফিরতে চান। একটানা অনেকদিন বাইরে থেকে এবার দেশের জন্য মন টানছে। শ্যুটিং শেষ করে আগামী মাসের প্রথমের দিকেই তিনি বাংলাদেশে পৌঁছবেন। আর বাড়ি পৌঁছতেই পাতে চাই জয়ার প্রিয় খাবার।

[আরও পড়ুন:তাপসকে 'দাদা সাহেব ফালকে এক্সলেন্স' পুরস্কার তুলে দিলেন রানা দগ্গুবাটি]
কোন খাবার দিয়ে নিজের রসনাতৃপ্তির পালা শুরু করবেন জয়া ? এই প্রশ্নের উত্তরে জয়া জানিয়েছেন, তিনি আপাতত বাড়ি ফিরেই কালোজিরা ভর্তা দিয়ে সাপ্টে -পুপ্টে ভাত খেতে চান। তবে এই পদটি বানাতে হবে , তাঁর মাকে। মায়ের হাতের রান্না খাওয়ার জন্য এখন অধীর অপেক্ষায় রয়েছেন জয়া। খাবার পাতে অবশ্যই থাকতে হবে পাতলা ডাল। আপাতত এই খাবারের অপেক্ষায় জয়া। প্রসঙ্গত, বিরসা দাশগুপ্তের 'ক্রিসক্রস' ছবিটিতে জয়ার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে, সোহিনী সরকার, নুসরত,প্রিয়াঙ্কা সরকার মিমি চক্রবর্তী সহ অনেকেই।

English summary
Jaya ahsan talks about her shooting schedule and love for food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X