For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে স্বজন পোষণের শিকার হলে আমাদের জানান, শিল্পী মহলকে আবেদন এমএনএসের

বলিউডে স্বজন পোষণের শিকার হলে আমাদের জানান, শিল্পী মহলকে আবেদন এমএনএসের

Google Oneindia Bengali News

সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুর কয়েকদিন পরই রাজ ঠাকরে পরিচালিত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা স্বজন পোষণ বিতর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। দলের পক্ষ থেকে শিল্পী মহলকে বলা হয়েছে কাজের ক্ষেত্রে যদি তাঁরা স্বজন পোষণের মুখোমুখি হন তবে যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণ সোশ্যাল মিডিয়া জুড়ে বলিউডের স্বজন পোষণকে হাও্যা দিয়ে তুঙ্গে তুলে দিয়েছে। অনেকেই মনে করছেন সুশান্তের মৃত্যুর পেছনে স্বজন পোষণই দায়ী।

বলিউডে স্বজন পোষণের শিকার হলে আমাদের জানান, শিল্পী মহলকে আবেদন এমএনএসের


সুশান্ত সিং রাজপুত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন এবং নিজের দমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা করে নিয়েছিলেন। জনগণের অভিমত ছিল যে বলিউডের শক্তিশালী লবি তার কেরিয়ারে বাধা তৈরি করায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সম্প্রতি মুম্বই পুলিশ সুশান্ত সিংয়ের কেসটি সব দিক দিয়ে তদন্ত করে দেখছে এবং বলিউডের বড় বড় মাথাদেরও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

যে সব শিল্পীরা স্বজন পোষণের শিকার হবে তাঁদের এমএনএস সহায়তা করার আশ্বাস দিয়েছে। এমএনএসের মহারাষ্ট্রের ভাইস–প্রেসিডেন্ট ভাগীশ সরস্বত আবেদন করে স্বজন পোষণের শিকার হওয়া শিল্পীদের সামনে এগিয়ে আসতে ও দলকে এ বিষয়ে বলার জন্য জানিয়েছে। তিনি বলেন, '‌মুম্বই পুলিশ সঠিক দিকে তদন্ত করছে। পুলিশের উচিত সবাইকে স্বজন পোষণ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা। এটি বনসালি বা অন্য যে কেউ হতে পারে।’‌ তিনি আরও বলেন, '‌কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে হেনস্থার শিকার হন, যদি কোনও গ্যাং কোনও শিল্পীকে কাজ করতে দেয় না, তবে ওই শিল্পী এমএনএসকে জানাতে পারেন। রাজ ঠাকরের দল স্বজন পোষণ করা লোকজনদের উচিত শিক্ষা দিতে জানে।’‌

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি কোনও সুইসাইড নোট রেখে যাননি। সেই থেকে তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

সুশান্ত মৃত্যু রহস্যে উঠে এল সঞ্জয় লীলা বনশালির নাম, সমন পাঠানো হল পরিচালককেসুশান্ত মৃত্যু রহস্যে উঠে এল সঞ্জয় লীলা বনশালির নাম, সমন পাঠানো হল পরিচালককে

English summary
if you are a victim of nepotism let us know mns urge to the artist forum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X