For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- শেষ যাত্রায় 'চাঁদনি', প্রিয় অভিনেত্রীকে চোখের জলে বিদায় জানাতে রাস্তায় নামল আমচি মুম্বই

গ্রিন একরস-এর সামনে রাত থেকেই উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সকলেই চাইছিলেন তাঁদের প্রিয় অভিনেত্রী-কে একবারের মতো শেষ চোখের দেখা দেখতে।

Google Oneindia Bengali News

গতরাতেই দুবাই থেকে মুম্বই পৌঁছেছে শ্রীদেবীর নশ্বর দেহ। রাতে তাঁর নশ্বর দেহ রাখা ছিল আন্ধেরি ওয়েস্টে লোখান্ডওয়ালার গ্রিন একরস-এ। শ্রীদেবী ও বনি কাপুরের বাড়ি এখানেই। সেখানেই রাতে তামাম বলিউড শেষ শ্রদ্ধা জানিয়ে যায়।

শ্রীদেবী নেই, এখনও যেন বিশ্বাস করছেন না অনুরাগীরা

গ্রিন একরস-এর সামনে রাত থেকেই উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সকলেই চাইছিলেন তাঁদের প্রিয় অভিনেত্রী-কে একবারের মতো শেষ চোখের দেখা দেখতে। ভিড় সামলাতে কার্যত বিপাকেও পড়ে পুলিশ। কারণ তাঁরা বুঝতেই পারেনি রাতেও এত মানুষ এখনও ৮০ ও ৯০ দশকের সুপারস্টার অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে আসতে পারে।

শ্রীদেবীকে শ্রদ্ধা ওয়ান ইন্ডিয়া বাংলার, দেখুন 'হাওয়া হাওয়া-ই' গানের শ্রীদেবীর মিথ হওয়া ডান্স--

[আরও পড়ুন- কাঁদছে মুম্বই, শেষযাত্রায় শ্রীদেবী, আজ বিকেলে হবে শেষকৃত্য][আরও পড়ুন- কাঁদছে মুম্বই, শেষযাত্রায় শ্রীদেবী, আজ বিকেলে হবে শেষকৃত্য]

Newest First Oldest First
1:31 PM, 28 Feb

নাগপুর থেকে কয়েক জন মহিলা এসে লাইনে দাঁড়িয়েও ভেতরে যেতে পারেননি, ট্রেন লেট হয়ে যাওয়ায় পৌঁছতে দেরি হয়ে যায়, প্রিয় অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন
1:29 PM, 28 Feb

নাগপুর থেকে কয়েক জন মহিলা এসে লাইনে দাঁড়িয়েও ভেতরে যেতে পারেননি, ট্রেন লেট হয়ে যাওয়ায় পৌঁছতে দেরি হয়ে যায়, প্রিয় অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন
1:28 PM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানানোর সময় শেষ, লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে না পেরে বহু মানুষ কান্নায় ভেঙে পড়লেন
1:11 PM, 28 Feb

এমনকী, গুজরাট, মথুরা থেকেে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে অনুরাগীরা পৌঁছে গিয়েছেন লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে
1:09 PM, 28 Feb

রাজস্থানের গ্রাম থেকে ২০ জনের মহিলা দল শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে এসেছেন, গতরাতে ট্রেনে চেপে আজ তাঁরা লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছন, শ্রীদেবীর জনপ্রিয় সব ছবির গান গেয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, শ্রীদেবীর নশ্বর দেহেও তাঁরা ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান, গতরাত থেকে তাঁরা শুধুমাত্র এক কাপ চা খেয়েছেন বলেও জানান
1:06 PM, 28 Feb

শেষ শ্রদ্ধা জানাতে এসে আবেগে কথা বলতে পারলেন না অনু মালিক, তাঁর মতে এখনও বিশ্বাস করতে পারছেন না যে শ্রীদেবী নেই।
1:05 PM, 28 Feb

কান্নায় ভেঙে পড়লেন শ্রীদেবীর হেয়ার ড্রেসার নূর, ১৬ বছর বয়স থেকে শ্রীদেবীর সঙ্গে কাজ করছেন, দুবাই-এও শ্রীদেবীর সঙ্গে ছিলেন তিনি, মৃত্যুর ঘটনার আগের দিন ভারতে ফিরে আসেন
12:09 PM, 28 Feb

রাষ্ট্রীয় সম্মান জানানো হবে শ্রীদেবীকে, সেলিব্রেশন স্পোর্টস ক্লাব-এ পৌঁছল মহারাষ্ট্র পুলিশের ব্র্যান্ড
12:05 PM, 28 Feb

শেষ শ্রদ্ধা জানালেন সোহা আলি খান, বিদ্যা বালন, সিদ্ধার্থ রায় কাপুর, সোনালী বেন্দ্রে
11:56 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানানো চলছে লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে, সেলিব্রিটিদের ঢল, সাধারণ মানুষের অপেক্ষা প্রিয় অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর, দেখুন ভিডিও
11:42 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, আজয় দেবগন, কাজল
11:41 AM, 28 Feb

শিবকাশির এক স্কুলে ছাত্র-ছাত্রীদের স্মরণ সভা, এই স্কুলটি শ্রীদেবীর পরিবারের
11:40 AM, 28 Feb

হোলি উৎসব বাতিল করল গ্রিন একরস, লোখান্ডওয়ালার এই সোসাইটি-তেই শ্রীদেবীর বাংলো
11:06 AM, 28 Feb

শেষ শ্রদ্ধা জানাতে এলেন মাধুরি দিক্ষীত, কোরিওগ্রাফার সরোজ খান এবং জয়া বচ্চন
10:34 AM, 28 Feb

সেলিব্রেশন স্পোর্টস ক্লাব-এ তিনটি গেট রাখা হয়েছে, একটি পরিবারের জন্য, আরএকটি ভিভিআইপি-দের জন্য এবং অন্য গেটটি সাধারণ মানুষদের জন্য
10:33 AM, 28 Feb

গতরাতে মুম্বই বিমানবন্দরে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বনি কাপুর ও অনিল কাপুর, শ্রীদেবীর সঙ্গে একাধিক সুপারহিট ছবি করেছেন অনিল, মিস্টার ইন্ডিয়া ছবিটি অনিল ও শ্রীদেবীর কেরিয়ারের একটা দিশা ছিল
10:31 AM, 28 Feb

সেলিব্রেশন স্পোর্টস ক্লাব-এ শেষ শ্রদ্ধা জানাতে এলেন ঐশ্বর্য রাই, সুস্মিতা সেন
10:30 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানালেন অভিনেত্রী টাবু, অভিনেতা অক্ষয় খান্না ও পরিচালক সুভাষ ঘাই
10:21 AM, 28 Feb

সেলিব্রেশন স্পোর্টস ক্লাব-এ এলেন বনি কাপুর ও অনিল কাপুরের ছোটভাই সঞ্জয় কাপুর, সঙ্গে ময়ে রেহা কাপুর, শ্রীদেবীর শেষ শ্রদ্ধাস্থলে পৌঁছলেন অনিল কাপুরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর
10:18 AM, 28 Feb

সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন হেমামালিনী, সঙ্গে মেয়ে এষা দেওল
10:16 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ফারহা খান, সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছলেন সোনম কাপুর
10:15 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের লম্বা লাইন
9:50 AM, 28 Feb

সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে আসছেন সলমন খানের বাবা সেলিম ও মা সালমা
9:50 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন অমিতাভ ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা, শ্রীদেবী ও তিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন
9:49 AM, 28 Feb

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে আসছেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন
9:48 AM, 28 Feb

এক আড্ডায় শ্রীদেবীর এই ইচ্ছার কথা জানতে পেরেছিলেন করণ জোহর, তাঁরই করা ডিজাইনে সাদা কাপড় দিয়ে চারিদিকে সাজানো হয়েছে
9:46 AM, 28 Feb

সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্স-কে সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে, শ্রীদেবী ইচ্ছা ছিল তাঁকে যখন পৃথিবী থেকে বিদায় জানানো হবে তখন চারিদিক সাদা হয়ে যায়
9:43 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রিশেন স্পোর্টস কমপ্লেক্সে অনু কাপুর
9:41 AM, 28 Feb

শ্রী নেই বিশ্বাস করতে পারছেন না শিবকাশির মিনামপট্টি গ্রামের মানুষ, এই গ্রামেরই মেয়ে শ্রীদেবী
9:37 AM, 28 Feb

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন আরবাজ খান
READ MORE

English summary
After prolonged delay at last the mortal remains of Sridevi has arrived in Mumbai from Dubai on last night. Huge followers were present besides the road to give the last glimpse of their beloved actress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X