For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সফল নায়ক থেকে বিতর্কিত অভিনেতা, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় পাননি যোগ্য সম্মান

সফল নায়ক থেকে বিতর্কিত অভিনেতা, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় পাননি যোগ্য সম্মান

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সকালে টলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু–তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়্যালিটি শো–তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর।

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর আসা মাত্রই টলিউডে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তিনি খড়কুটো ধারাবাহিকে তৃণা সাহার বাবার ভূমিকাতে অভিনয় করছিলেন। লাইট। ক্যামেরা, অ্যাকশন এটাই ছিল অভিনেতা অভিষেকের প্রাণ।

জন্ম ও পড়াশোনা

জন্ম ও পড়াশোনা

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক দেওয়ার পর তিনি জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক হন। অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক ছিল বরাবরের। সুপুরুষ হওয়ার দরুণ কাজ পেতেও অভিষেকের অসুবিধা হয়নি।

 অভিষেকের প্রথম ছবি পথভোলা

অভিষেকের প্রথম ছবি পথভোলা

তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'পথভোলা'। ১৯৮৬ সালে মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে এক সারিতে নাম উঠে আসত তাঁর। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। টলিউডে '‌মিঠু'‌, '‌মিঠু দা'‌ নামেই পরিচিত ছিলেন অভিষেক।

 হিট ছবি দিয়েছেন বহু

হিট ছবি দিয়েছেন বহু

কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও। এরপর ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেন অভিষেক। যার মধ্যে রয়েছে, 'অমর প্রেম', 'ওরা চারজন', 'হারাণের নাতজামাই', 'পাপী', 'তুফান'-এর মতো সিনেমা। নব্বই দশকের শুরু থেকেই সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন অভিষেক। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে প্রায় পঞ্চাশের বেশি ছবিতে অভিনয় করেছেন অভিষেক। যার মধ্যে 'মায়ের আশীর্বাদ', 'মেজো বউ', 'সিঁথির সিঁদুর', 'বাবা কেন চাকর', 'লাঠি', 'আলো', 'চৌধুরী পরিবারে'র মতো ছবি জনপ্রিয় হয়েছিল। তবে শুধু কমার্সিয়াল ছবিতেই নয়, ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় 'দহন' ছবিতেও আলাদা করে নজর কেড়েছিলেন অভিষেক।

 জড়িয়ে পড়েছিলেন বিতর্কে

জড়িয়ে পড়েছিলেন বিতর্কে

অভিষেক চট্টোপাধ্যায় জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও তিনি সিনেমা থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করেন। ভাল অভিনেতা হওয়া সত্ত্বেও নায়ক নন বরং সহ-অভিনেতার চরিত্র বেশি করে আসতে থাকে তাঁর কাছে। এর বিরুদ্ধে তিনি ক্ষোভও উগরে দিয়েছিলেন। কাঠগড়ায় তুলেছিলেন টলিউডের সুপারস্টারদের। এ নিয়ে বিতর্কও কম হয়নি।

 সিনেমা ছেড়ে ধারাবাহিকে অভিনয়

সিনেমা ছেড়ে ধারাবাহিকে অভিনয়

২০২১ সালেও তিনটে সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমা থেকে সরে আসলেও সম্প্রতি আবার ধারাবাহিকে কাজ শুরু করেন অভিষেক। ফিরে এসেই নতুন করে মন কেড়েছিলেন দর্শকদের। তাই তো একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনের আরও কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রথম ধারাবাহিক 'টাপুর টুপুর', 'আঁচল' এবং পরে 'মোহর', 'চোখের তারা তুই', 'ইচ্ছে নদী', 'অন্দরমহল', 'কুসুম দোলা', 'ফাগুন বউয়ে'র মতো ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন অভিষেক। সম্প্রতি স্টার জলসায় 'খড়কুটো' ধারাবাহিকে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে সবকিছু ফেলে তিনি পাড়ি দেন না-ফেরার দেশে।

ছবি সৌ:ফেসবুক

এ সপ্তাহের টিআরপিতে বড় রদবদল, 'গাঁটছড়া' না 'মিঠাই'‌ কে দখল করল প্রথম স্থান দেখে নিনএ সপ্তাহের টিআরপিতে বড় রদবদল, 'গাঁটছড়া' না 'মিঠাই'‌ কে দখল করল প্রথম স্থান দেখে নিন

English summary
from a successful hero to a controversial actor the late abhishek chatterjee did not get the respect he deserved
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X