For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌মেনে চলুন সরকারের সব নির্দেশ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আর্জি শাহরুখের

‌মেনে চলুন সরকারের সব নির্দেশ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আর্জি শাহরুখের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সচেতনতায় যেখানে গোটা বলিউড একসঙ্গে ভিডিও করেছে, বিপরীত দিকে শাহরুখ খান আলাদা একটি ভিডিও করে তাঁর ভক্তদের কাছে আর্জি জানিয়েছেন যে আগাম সতর্কতা অনুসরণ করে চলতে।

শাহরুখের সতর্কতাময় ভিডিও

শুক্রবার রাতে শাহরুখ খান বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে শাহরুখ খান জানিয়েছেন যে আগাম সতর্কতা নেওয়া অত্যন্ত প্রয়োজন। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘‌আমাদের অবশ্যই আমাদের করণীয়টুকু করা উচিত এবং আমাদের জন্য যে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন তাদেরও সমর্থন করা উচিত।'‌ এর সঙ্গে শাহরুখ হ্যাশট্যাগ দিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। শাহরুখ ভিডিওর শুরুতেই জানিয়েছেন যে কিভাবে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘গোটা বিশ্বে করোনা ভাইরাস ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই কঠিন সময়ে, যদি আমরা সকলে একে-অপরের সহায়তা করি, তবে এই ভাইরাসকে বেশি ক্ষতি করার হাত থেকে বাঁচতে পারি, এটা আমাদের দিকে পেছন ঘুরবে এবং চলে যাবে।'‌

করোনার সঙ্গে লড়তে প্রস্তুত মুম্বই

করোনার সঙ্গে লড়তে প্রস্তুত মুম্বই

শাহরুখ জানিয়েছেন যে মহামারির সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছে মুম্বই ও কস্তুর্বা হাসপাতাল সহ অন্য শহরের হাসপাতালগুলি। তিনি বলেন, ‘‌নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা না করে কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা প্রত্যেক যাত্রীদের পরীক্ষা করছে, তাঁরা সকলে নিজেদের কাজ করছেন। আমাদের শুধু তাঁদের সহযোগিতা করতে হবে।'‌ নোভেল করোনা ভাইরাস সংক্রমণ থেকে নাগরিকরা কিভাবে রক্ষা পাবেন এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘‌আমাদের কি করতে হবে?‌ আমাদের শুধু একটু দায়িত্ববান হতে হবে। কাজে থাকি বা বাড়িতে, আমাদের নিয়মিত হাত ধুতে হবে। যদি সম্ভব হয় তো আগামী ১৫দিন ভিড় জায়গা থেকে দূরে থাকা ভালো। যদি হাঁচি দেন তবে হাত দিয়ে ঢেকে হাঁচুন। যদি আপনার আশেপাশের কারোর সর্দি-জ্বর-কাশি হয় তবে তার থেকে দুরত্ব বজায় রাখুন। সর্বদা মনে রাখবেন, আপনার নিজের সুরক্ষার জন্য, শুধু একজন নয়, সকলকেই দায়বদ্ধ হতে হবে।'‌

হলিউড–বলিউডেও কোভিডের ছায়া

হলিউড–বলিউডেও কোভিডের ছায়া

কোভিড-১৯ বা করোনা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মহামারি হিসাবে ঘোষণা করেছে। করোনা ভাইরাসের উদ্ভব গত বছরের শেষের দিকে চিনের উহানে হয়েছিল। এখনও পর্যন্ত গায়িকা কণিকা কাপুর, অভিনেতা ইন্দিরা ভার্মা, ক্রিস্টোফার হিভজু, ওলগা কুরেলেনকো, ইদ্রিস এলবা, রাচেল ম্যাথিউস এবং ড্যানিয়েল ডে কিমের দেহে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিটা উইলসন ছিলেন প্রথম সেলিব্রিটি যারা ঘোষণা করেছিলেন যে তাদের দেহে এই ভাইরাস মিলেছে। করোনা ভাইরাসের প্রভাবে ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বন্ধ রাখা হয়েছে শুটিং।

English summary
follow all the instructions of the government video on social media by shah rukh khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X