For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বায়োপিকের মুক্তিকে আপাতত নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

মোদীর বায়োপিক নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ মোদীর বায়োপিক নিষিদ্ধ ঘোষণা করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের তরফে এর আগেই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের আওতায় ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর এজিন সিবিএউসির তরফে ছবিতে ছাড়পত্র দেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। নির্বাচনের মুখে বিবেক ওবেরয় অভিনীত এই ছবি আপাতত মুক্তি পাচ্ছে না বলে জানয়ে দিল কমিশন।

মোদীর বায়োপিক নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

উল্লেখ্য, ভোটের আগে এভাবে প্রধানমন্ত্রীর বায়োপিক রিলিজ করা মানে ছবির মাধ্যমে তাঁর প্রচার করার সামিল। এই দাবি নিয়েই এদিন আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। তবে গোটা বিষয়টিই আপাতত নির্বাচন কমিশনের বিবেচনাধীন বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।এরপরই এদিন বিষয়টি নিয়ে বিবেচনার পর ছবির মুক্তিকে 'ব্যান' ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে, এর আগেই এদিন সিবিএফসির তরফে এই ফিল্মকে 'U' সার্টিফিকেশন দেওয়া হয়। তবে তারপর নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশের পর বড়সড় ধাক্কা খেতে চলেছে ছবির নির্মাতারা। উল্লেখ্য ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু আইনি লড়াইয়ের জেরে তা পিছোতে থাকে। শেষমেশ আপাতত নিষিদ্ধ হয়ে যায় ছবির মুক্তি।

English summary
EC bans Modi biopic movie
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X