For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধন্যবাদ নয়, হুকুম করুন, অরবিন্দ কেজরিওয়ালের টুইটের জবাব দিলেন শাহরুখ

Google Oneindia Bengali News

কোভিড–১৯–এর বিরুদ্ধে লড়ার জন্য বলিউড বাদশা শাহরুখ খান ইতিমধ্যেই বহু উদ্যোগের কথা ঘোষণা করে প্রচুর মানুষের মন জয় করে নিয়েছে। কিং খান প্রধানমন্ত্রীর নাগরিক সহায়ক ও পিএম–কেয়ার ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও দিল্লির মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল সহ অন্যান্য সহযোগিতার কথা ঘোষণা করেছেন। বলিউড বাদশার তরফে এমন সাহায্যপ্রাপ্তিতে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকেই। শাহরুখ খানের এই উদার মনোভাবের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে ধন্যবাদ জানিয়েছেন কিং খানকে। এরপর শাহরুখের নম্র জবাব ফের আরও একবার মানুষের মন জয় করল।

ধন্যবাদ নয়, হুকুম করুন, কেজরিওয়ালকে এসআরকে

ধন্যবাদ নয়, হুকুম করুন, কেজরিওয়ালকে এসআরকে

দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘‌ধন্যবাদ শাহরুখ খান জি আপনার সদায় শব্দের জন্য। আপনার উদার অবদান এই কঠিন সময়ে অনেকের জীবনকে স্পর্শ করবে।'‌ এর প্রত্তুতরে শাহরুখ টুইট করে হিন্দিতে বলেন, ‘‌স্যার আপনি তো দিল্লিওয়ালে, ধন্যবাদ বলবেন না, হুকুম করুন। আমার দিল্লিবাসী ভাই ও বোনেদের জন্য আমরা সবসময় রয়েছি। ইশ্বর যদি চান তো আমরা শীঘ্রই এই সঙ্কট থেকে বাইরে বেড়িয়ে আসব। যেভাবে আপনারা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন মহামারির বিরুদ্ধে, ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি আপনাদের আরও শক্তি দিন। ভগবানের কৃপায় আপনারা এই যুদ্ধ জিতে ফিরবেন।'

আদিত্য ঠাকরেকে টুইট শাহরুখের

আদিত্য ঠাকরেকে টুইট শাহরুখের

এর আগে মহারাষ্ট্রের পরিবেশ ও পর্যটক মন্ত্রী আদিত্য ঠাকরে টুইট করে শাহরুখের উদ্যোগকে ধন্যবাদ জানান। এর উত্তরে শাহরুখ বলেন, ‘‌এরকম পরিস্থিতিতে আমরা একে-অপরকে ধন্যবাদ জানাবো না। আমরা পরিবার। কৃতজ্ঞ আপনি মহারাষ্ট্রের জন্য এত পরিশ্রম করছেন এবং যখনই আপনি একা সময় পাবেন... একটা-দুটো কবিতা লিখবেন। ভালোবাসা রইল আপনার জন্য।'‌

ভারতবাসী তাঁর পরিবার, টুইট শাহরুখের

ভারতবাসী তাঁর পরিবার, টুইট শাহরুখের

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শাহরুখ দীর্ঘ বিবৃতিতে বলেন, ‘‌এই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার চারপাশে যাঁরা রয়েছেন তাঁরা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তাঁরা হয়ত আপনার সম্পর্কের নয়, হয়ত অচেনা, কিন্তু তাঁরা একা নন এটা তাঁেদর অনুভব করান। আমরা একে-অপরের প্রতি ছোট্ট উদ্যোগ নিই। ভারত ও ভারতবাসী একটাই পরিবার।'‌

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal thanked to SRK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X