For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়ে উদাসীন মন্তব্য বিজেপি প্রার্থী সানি দেওলের! প্রচারে গিয়ে পড়লেন বিপাকে

'হামারা হিন্দোস্তান জিন্দাবাদ থা.. জিন্দাবাদ হ্আ.. জিন্দাবাদ রহেগা..' , বলিউডের অন্যতম বিখ্যাত ছবি 'গদর' -এ সানি দেওলের এই সংলাপ আজও জনপ্রিয়তার পারদ চড়িয়ে দেয়।

Google Oneindia Bengali News

'হামারা হিন্দোস্তান জিন্দাবাদ থা.. জিন্দাবাদ হ্আ.. জিন্দাবাদ রহেগা..' , বলিউডের অন্যতম বিখ্যাত ছবি 'গদর' -এ সানি দেওলের এই সংলাপ আজও জনপ্রিয়তার পারদ চড়িয়ে দেয়। ফিল্মের সংলাপে পাকিস্তান বিরোধী ঝাঁঝাঁলো কথা, কিম্বা অ্যাকশনে এতদিন ধরা দিয়েছেন ধর্মেন্দ্রপুত্র। তবে , বাস্তবের মাটিতে পাকিস্তানের বুকে ভারতের এয়ারস্ট্রাইকের বিষয়ে সেভাবে কিছু জানেন না বলেই জানিয়ে দিলেন বলিউডের এই নায়ক।

ফিল্মে পাকিস্তান বিরোধী ঝাঁঝালো সংলাপ বললেও বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়ে এ কী বললেন সানি!

'গদর' ছবিতে দেখা যায় তারা সিং এর চরিত্রে সানি দেওল পাকিস্তানে ঢুকে তাঁর প্রেয়সীকে নিয়ে আসতে যান। সেখানে হ্যান্ডপাম্প হাতে তুলে সানির অ্যাকশনের সিকোয়েন্স রাতারাতি জনপ্রিয়তার চুঙ্গে উঠে যায়। তবে, ফিল্মের ৭০ এমএম এর থেকে অনেক দূরে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সানি দেওল জানিয়েছেন, 'আমি বালাকোটেরের এয়ারস্ট্রাইক বা ভারত পাক সম্পর্ক নিয়ে বেশি কিছু জানিনা। আমি এখানে মানুষকে সেবা করতে এসেছি। আমি জিতলে একটা মতামত তৈরি করব। তবে এখন আমি কিছু বলব না।' এস সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

[আরও পড়ুন: ইভিএম যাচাই মামলায় ব্যাকফুটে বিরোধীরা, 'সুপ্রিম' বার্তায় যা জানানো হল][আরও পড়ুন: ইভিএম যাচাই মামলায় ব্যাকফুটে বিরোধীরা, 'সুপ্রিম' বার্তায় যা জানানো হল]

গুরুদাসপুরের মিছিলে সানি দেওলের সঙ্গে সঙ্গে এই সংলাপ বাজিয়ে প্রচার চালিয়েছে বিজেপিও। এছাড়া সানি নিজেও বিভিন্ন প্রচারে গিয়ে তাঁর জনপ্রিয় সংলাপ বলছেন। তবে, ৫ঘণ্টা ধরে চলা রোড শোর পর ৬২ বছরের এই অভিনেতার দাবি, 'আমি দেশের জন্য কাজ করতে চাই। আমি যদি জিতি তাহলে আমি ভালো কাজ করার চেষ্টা করব। ' তিনি আরও জানান, 'সিনেমা আর বাস্তব আলাদা ব্যাপার, আমি সবসময় পজিটিভ রোল করেছিল,আমার ভাবাবেগও সেরকমই।'

[আরও পড়ুন:মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার][আরও পড়ুন:মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার]

English summary
Don't Know Much About Indo-Pak Relations, Balakot Strike, Admits Sunny Deol During Gurdaspur Rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X