For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিলেই সেলেবদের ১০ লাখ টাকা জরিমানা! পাশ হল নয়া বিল

কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৬ কে সরিয়ে এবার সংসদে পাশ হল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯।

  • |
Google Oneindia Bengali News

কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৬ কে সরিয়ে এবার সংসদে পাশ হল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯। আরল পাশ হওয়া ওই নতুন বিলে সাফ বলা রয়েছে যে, কোনও সেলেব যদি বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিনয় করেন, তাহলে সেই সেলেব্রিটিকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিলেই সেলেবদের ১০ লাখ টাকা জরিমানা! পাশ হল নয়া বিল

এই বিলের আওতায় একটি নতুন কমিটি গঠন করা হবে । কনজিউমার প্রোটেকশন অথরিটি তৈরি করতে চলেছে সরকার। এর আগে লোকসভায় এই বিলে পেশ করেন মন্ত্রী রাম বিলাস পাসভান। আর এই অথরিটির কাছেই পাঠানো যাবে যাবতীয় অভাব অভিযোগ। প্রসঙ্গ, যে সমস্ত বিজ্ঞাপন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে , তা নিয়েই যাবতীয় ক্ষোবের কথা জানানো যাবে এই অথরিটিকে। এই নয়া বিল অনুসারে , একবারের অপরাধে ১০ লাখ টাকা জরিমানা হবে সেলিব্রিটির। আর সেই একই অপরাধ দ্বিতীয়বার করলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে।

[আরও পড়ুন: বাংলার নামী অভিনেত্রী বিবাহ-বিচ্ছেদের পথে! কী ঘটেছে ][আরও পড়ুন: বাংলার নামী অভিনেত্রী বিবাহ-বিচ্ছেদের পথে! কী ঘটেছে ]

প্রসঙ্গত, বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে গায়ের রঙ নিয়ে সেলেবরা বিভ্রান্তিকর বার্তা দিচ্ছেন। আর তা ঘিরে বহু সময়ে ক্ষোভ বিক্ষোভ উঠে এসেছে দেশের নানান প্রান্ত থেকে। এবার সেই সমস্ত বিজ্ঞাপনও এই বিলের নজরে আসতে চলেছে
বলে খবর।

English summary
Celebrities to be imposed a fine in case of misleading advertisement.On Tuesday (August 06, 2019), the Rajya Sabha passed The New Consumer Protection Bill, 2019. The new bill has proposed strict penalties against manufacturers and celebrities who misleadingly endorse any product through their advertisements.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X