For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মৃত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান, শোকপ্রকাশ করলেন সলমন খান

করোনায় মৃত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান, শোকপ্রকাশ করলেন সলমন খান

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। ৪২ বছরের ওয়াজিদের মৃত্যুতে ভেঙে গেল সাজিদ–ওয়াজিদ জুটি। তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে বলিউডে। ওয়াজিদ খানের দেওয়া কণ্ঠে অনেক তারকাই ঠোঁট মিলিয়েছেন। তাদের মধ্যে সুপারস্টার সলমন খান অন্যতম। সোমবার ওয়াজিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুপারস্টার।

করোনায় মৃত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান, শোকপ্রকাশ করলেন সলমন খান


সাজিদ ও তাঁর ভাই ওয়াজিদ একসঙ্গে সলমন খানে বহু ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। যার মধ্যে ওয়ান্টেড, দাবাং সিরিজ ও এক থা টাইগার অন্যতম। প্রয়াত সঙ্গীত পরিচালককে '‌দারুণ মানুষ’‌ বলার পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে ওয়াজিদকে তিনি সবসময় খুব ভালোবাসতেন এবং তাঁর অভাব বোধ করবেন। সোমবার সলমন টুইট করে বলেন, '‌ওয়াজিদ ভিলের জন্য সবসময় রইল ভালোবাসা, শ্রদ্ধা, তাঁর কথা সবসময় মনে পড়বে, একজন দারুণ ব্যক্তির অভাব বোধ করব, পাশাপাশি তাঁর প্রতিভাও। তোমার জন্য রইল ভালোবাসা এবং তোমার আত্মার শান্তি কামনা করি।’‌

৪২ বছরের ওয়াজিদ কিডনির সমস্যায় ভুগছিলেন। সাজিদ জানিয়েছেন যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। যদিও তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছিল। সলমনের সুপার হিট ছবিতে '‌মেরা হি জলওয়া’‌, '‌ফেভিকল সে’‌, এবং অক্ষয় কুমারের গলায় '‌চিন্টা টা টা চিতা চিতা’‌ রাওডি রাঠোরের গানটি খুবই জনপ্রিয় হয়। তিনি সম্প্রতি সলমনের সঙ্গে '‌প্যার করোনা’‌ ও '‌ভাই ভাই’ গানটি কম্পোজ করেন, যা লকডাউনের মধ্যেই ইউটিউবে মুক্তি পায়। ‌

ফুঁসে উঠে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'নিসর্গ'! আইএমডির সতর্কবার্তায় একাধিক জরুরি তথ্য ফুঁসে উঠে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'নিসর্গ'! আইএমডির সতর্কবার্তায় একাধিক জরুরি তথ্য

English summary
Famous Bollywood music director Wajid Khan has died after being infected with the corona virus. The Sajid-Wajid pair broke up with the death of 42-year-old Wajid,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X