For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে সুপারহিট হলেও দক্ষিণী সিনেমায় সুপার ফ্লপ এই অভিনেত্রীরা

বলিউডে সুপারহিট হলেও দক্ষিণী সিনেমায় সুপার ফ্লপ এই অভিনেত্রীরা

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ভারতের ছবির জয়যাত্রা অব্যাহত। বক্স অফিস কালেকশন অনুযায়ী বলিউডকে ছাপিয়ে যাচ্ছে দক্ষিণী বলয়। আল্লু অর্জুন খ্যাত পুষ্পা দ্য রাইজ, রাজামৌলি পরিচালিত আর আর আর, যশের কেজি এফ চ্যাপ্টার ২ যেভাবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে হিন্দি বলয়ে রেকর্ড সংখ্যক বক্স অফিস কালেকশন করেছে, তার ফলে ঘুম উড়েছিল তাবড় তাবড় বি-ইন্ডাস্ট্রির পরিচালকদের। বক্সঅফিসের দিক থেকে হোক বা ভালো মানের গল্প বর্তমানে দক্ষিণী ছবিগুলো বাজিমাত করে চলেছে। বলিউডের তারকারাও দক্ষিণী ছবি ছবিতে কাজ করতে ইচ্ছে প্রকাশ করছেন। কেউ কেউ এর মাঝে নিজেদের ভাগ্য পরীক্ষা করছেন। তবে অতীতেও বলিউডের বহু সেলেব দক্ষিণী ছবিতে কাজ করেছেন। কিছু তারকার কেরিয়ার হিট ছবি দিয়ে শুরু হয়েছে এবং কেউ কেউ সম্পূর্ণ ফ্লপ হয়েছেন। এই তালিকায় রয়েছে বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের নাম যারা প্রথমে দক্ষিণী ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। কিন্তু সেখানে তারা তাদের দক্ষতা প্রমাণে ব্যর্থ হন এবং পরবর্তীতে বলিউডে কাজ করার সিদ্ধান্ত নেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডের শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ২০০৪ সালে মল্লিশওয়ারি চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন।

এই ছবিতে তার অভিনয়কে পছন্দ করেছিল দর্শককূল। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তার জাদু দেখাতে ব্যর্থ হয়। এর পর ক্যাটের জাদু অন্য দক্ষিণী ছবিতে কাজ না করায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাকে আর দেখা যায় নি।

 অমৃতা রাও

অমৃতা রাও

২০০২ সালে 'আব কে বারস' মুভি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও। জানা গেছে, সেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এর পরে অভিনেত্রী শাহিদ কাপুরের বিপরীতে বলিউডে প্রথম ডেবিউ করেন। ২০০৩ সালে "ইশক ভিশক" সিনেমায় দেখা যায় তাকে। ২০০৪ সালে 'ম্যা হুন না'-এর মতো অনেকগুলি ছবিতে অভিনয় করেছিলেন, যা বক্স অফিসে হিট করে। ২০০৭ সালে, অমৃতা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'অথিদি দিয়ে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তাকে মহেশ বাবুর বিপরীতে দেখা গিয়েছিল, কিন্তু সিনেমাটি ব্যর্থ প্রমাণিত হয়েছিল। এরপর আর কোনো দক্ষিণের ছবিতে দেখা যায়নি অমৃতাকে।

মনীষা কৈরালা

মনীষা কৈরালা

নেপালের সুন্দরী মনীষা কৈরালা ক্রিমিনাল ছবি দিয়ে দক্ষিণে প্রথম আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তার সাথে অভিনেতা নাগার্জুনা এবং রাম্যা কৃষ্ণকে দেখা যায়। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন সারা ফেলে নি। এরপরও দুই-তিনটি সাউথ ছবিতে অভিনয় করলেও বলিউডের মতো সেখানে তার নাম খোদাই করতে পারেননি।

 বিপাসা বসু

বিপাসা বসু

বলিউড অভিনেত্রী বিপাশা বসু ২০০১ সালে 'আজনবী' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত পুরস্কার পান। এর পরে, তিনি ২০০২ সালে 'রাজ' প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। যার জন্য তিনি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। বলিউডে সফল হওয়ার পর, বিপাশা দক্ষিণেও তার ভাগ্য চেষ্টা করেছিলেন। ২০০২ সালে, তিনি মহেশ বাবু এবং লিজা রায়ের বিপরীতে দক্ষিণের ছবি 'টাক্কারি ডাং'-এ অভিনয় করেছিলেন, কিন্তু এই ছবিটি ব্যর্থ প্রমাণিত হয়েছিল।

 প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া নানা ভাবেই খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। বলিউড ছেড়ে পাড়ি জমিয়েছেন হলিউডে। গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া তামিল ছবি থামিজান দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। এই ছবি মুক্তির পর দক্ষিণী সিনেমায় কোনও স্বীকৃতি পাননি বলিউডের দেশী গার্ল। এর পর প্রিয়াঙ্কা বলিউডে পা রাখেন এবং একের এক হিট ছবি দিয়ে শীর্ষ তালিকায় উঠে আসেন।

শাহরুখ–সলমন খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর সিং, কিনলেন কোটি টাকার অ্যাপার্টমেন্টশাহরুখ–সলমন খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর সিং, কিনলেন কোটি টাকার অ্যাপার্টমেন্ট

English summary
bollywood actresses flop in south indian movies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X