মা তনুজাকে সঙ্গে নিয়ে দুর্গাপুজো উদযাপন শুরু কাজলের
দুর্গাপুজো উদযাপনে সাধারমের পাশপাশি সেলেবরাও মেতে উঠেছেন । বাংলার বাইরে যে কটি বড় পুজোর নাম শোনা যায়, তার মধ্যে মুম্বইয়ে মুখোপাধ্যায়দের বাড়ির পুজো বিখ্যাত। সেই মুখার্জী বাড়ির মেয়ে অভিনেত্রী কাজল , রানি, তানিশা সর্বাণী প্রতি বছরই বাড়ির পুজোয় হাজির থাকেন। বলিউডের এই নামী তারকারা ছাড়াও এই পুজোতে নিয়ম করে প্রতিবছর হাজির থাকেন বাড়ির ছেলে পরিচালক আয়ান মুখোপাধ্যায়ও।
The Mukerjis out in full force ! Went to see the men who make the goddesses ! Amazing artists ! pic.twitter.com/rhjeHy3rOv
— Kajol (@KajolAtUN) September 22, 2017
অন্যান্য বছরের মতো এই বছরও কাজল তাঁর মা তনুজা ও বোন তানিশা, সর্বাণীকে নিয়ে দুর্গা প্রতিমা দেখতে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিলেন বিখ্যাত এই অভিনেত্রীর বাবাও। এই বছর দ্বিতীয়া থেকেই ফেস্টিভ মুডে কাজল। মূর্তি তৈরির কাজ দেখতে যাওয়া মাত্রই ফটোগ্রাফারদের ভিড় শুরু হয়ে যায়। সপরিবারের দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে তোলা ছবি এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী।
My super glowy wonderful mom who gives me goals till today of how & who to be! Ur light always shines so very bright! Happy birthday momma❤️ pic.twitter.com/ACg6WttPHP
— Kajol (@KajolAtUN) September 23, 2017
প্রতিবছরই ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ির দু্র্গা পুজোয় উপস্থিত থাকেন কাজল। পুজোর জায়গা থেকে বোগ বিতরণেও দেখা যায় তাঁকে। সাদহাস্য এই সুন্দরী অভিনেত্রী পুজোতে শাড়ি পড়তেই বেশি ভালোবাসেন।