For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'খেয়েছেন যাঁরা কাটমানি, দাদারা হোক বা দিদিমণি..' !নচিকেতার গান পোস্ট করে কোন বার্তা বাবুলের

'মন্ত্রী হোক বা আমরা, জনরোষ এবার সামলা..' গানের কলিতেই নচিকেতার চেনা শ্লেষ যেন ধরা পড়েছে। একাধিক তির্যক মন্তব্য ঘিরে নচিকেতার কাটমানি নিয়ে এই গান এই মুহূর্তে ভাইরাল।

Google Oneindia Bengali News

'মন্ত্রী হোক বা আমরা, জনরোষ এবার সামলা..' গানের কলিতেই নচিকেতার চেনা শ্লেষ যেন ধরা পড়েছে। একাধিক তির্যক মন্তব্য ঘিরে নচিকেতার কাটমানি নিয়ে এই গান এই মুহূর্তে ভাইরাল। আর গানকে টুইটারে প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

খেয়েছেন যাঁরা কাটমানি, দাদারা হোক বা দিদিমনি.. নচিকেতার গান ভাইরাল বাবুল সুপ্রিয়র হাত ধরে

এককালে ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বহুবার মমতার পাশে দেখা গিয়েছে জনপ্রিয় গায়ক নচিকেতাকে। বহুবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়াইকে কুর্ণিশ জানিয়ে বক্তব্য রেখেছেন তিনি। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আন্দোলনের সময় বারবার মমতার পাশে থেকে সমর্থন জুগিয়েছেন বাংলা আধুনিক গানের এই অন্যতম নায়ক। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের 'কাট মানি' নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পর নচিকেতার কণ্ঠে উঠে এলো এক নতুন গান.. 'খেয়েছেন যাঁরা কাট মানি..'।

'লালবাতি ওয়ালা গাড়ি চড়ো , মানুষকে বোকা মনে করো..' এমনই সমস্ত কটাক্ষ দিয়ে গোটা গানকে মুড়ে ফেলেছেন নচিকেতা। যার নিশানা কার দিকে, তা গানের কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে! আর নচিকেতার গাওয়া এই গান নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল নিজের পোস্ট-এ নচিকেতাকে ধন্যবাদ জানিয়েছেন এমন একটি গান ও তাতে 'স্যাটায়ার-এর তড়কা' লাগানোর জন্য়।

English summary
BJP minister Babul supriyo posts news cut money song of Singer Nachiketa .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X