For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনয় থেকে সংগীতে, গানে ভুবন ভরিয়েছেন জনপ্রিয় অভিনেতারা

অভিনয় থেকে সংগীতে, গানে ভুবন ভরিয়েছেন জনপ্রিয় অভিনেতারা

  • |
Google Oneindia Bengali News

অভিনয়ের পাশাপাশি ছবিতে গান গাওয়া বলিউডে এই ট্রেন্ড নতুন নয়। অমিতাভ, আলিয়া, সলমন, শ্রদ্ধা— গানে ভুবন ভরিয়ে দেওয়ার দৌড়ে পিছিয়ে নেই কেউ। আমিরের 'খান্ডালা’ জাদুতে মজেছিল তমাম ভক্তরা। এরপর কিং খানের টপোরি স্টাইলে গাওয়া 'আপন বোলা’ সাড়া ফেলেছিল গোটা বলিউডে। বর্তমানে বলিউডের ভাইজান সুপারহিট। 'মেঁ হু হিরো তেরা’ -র হ্যাংওভারেই বুঁদ ছিলেন টিনসেল টাউন। চলচ্চিত্র জগতের কলা-কুশলীরা তাদের অভিনয় দক্ষতা প্রমাণের সঙ্গে সঙ্গেই ছাপ রাখছে গানের জগতে। আলিয়া ভট্ট, শ্রদ্ধা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, হৃতিক রোশন, অভয় দেওল- এরা সকলেই প্লেব্যাক করেছেন তাদের নিজেদের ছবির জন্য।

শাহরুখ খান

শাহরুখ খান

১৯৮০-র দশকের শেষের দিকে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন বলিউডের কিং খান। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। জনপ্রীয়তার শীর্ষে তিনি রয়েছেন প্রথমসারিতে। সুদীর্ঘ অভিনয় জীবনে একটি মাত্র সিনেমায় গান গেয়েছেন তিনি। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে "জোশ" সিনেমায় প্লেব্যাক করেন শাহরুখ খান। "আপুন বোলা তু মেরা লায়লা" গানে কন্ঠ দিয়ে মাত করেছিলেন হাজারো ভক্তকে। সেই সময় মানুষের মুখে মুখে চলত গানের বুলি। গানটি রেকর্ড করার সময় অভিনেতা ধারনা করতে পারেননি গানটি বিশাল সংখ্যক মানুষকে আকৃষ্ট করবে।

আলিয়া ভাট

আলিয়া ভাট

স্টুডেন্টস আফ দ্য ইয়ার চলচ্চিত্র দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মহেশ কন্যা আলিয়া ভাট। এরপরেই তিনি রণদীপ হুদার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে চলচ্চিত্রে। আলিয়া হাইওয়ে সিনেমার "সোহা সোহা" গানে প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক এ আর রহমান তাকে তার সঙ্গীত বিদ্যালয়ে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়াও, হাম্পটি শর্মা কি দুলহনিয়া চলচ্চিত্রে "সামঝাওয়া" গানের আনপ্লাগড সংস্করণে কণ্ঠ দিয়েছেন তিনি। এরপর উড়তা পাঞ্জাব চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য "ইক কুড়ি" গানটি গেয়েছেন তিনি। এরপর 'সড়ক টু' ছবিতে কন্ঠ দিয়ে ভক্তদের কাছে জনপ্রীয় হয়ে ওঠেন।

 সলমন খান

সলমন খান

সলমন খান তার ভক্তদের কখনই নিরাশ করেন না। ১৯৮৯ সালে 'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তার। সুদীর্ঘ সময় ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন তিনি। বলিউডের 'ভাইজান'বলা হয় তাঁকে। অভিনেতা, প্রযোজক, চিত্রকরের পাশাপাশি তিনি এক জন সঙ্গীতশিল্পী। বেশ কয়েকটি হিন্দি ছবিতে গান গেয়েছেন সলমন। ফিল্মফেয়ারের সঙ্গে ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও। সলমনের ভক্তসংখ্যা প্রচুর। আজও তার ছবি রিলিজ মানে ভারতীয় চলচ্চিত্র জগতের একটি বিশেষ দিন। হ্যালো ব্রাদারের "চান্দি কি ডাল পর" এর জন্য সলমন খান প্রথম বড় পর্দায় গান গেয়েছিলেন। এরপর "কিক" সিনেমা হ্যাংওভার গানটিতে কন্ঠ দেন তিনি। নিজের প্রোডাকশন হাউজে নির্মিত ছবি "হিরো"-তে 'মেঁ হু হিরো তেরা'গানটি গেয়েছিলেন।

 প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ছেড়ে হলিউডে পা দিয়েছেন পিগি চপস। বলিউডের দেশি গার্ল গলার সুরে মুগ্ধ করেছেন ফ্যানেদের। তার হিট সিঙ্গেলস "ইন মাই সিটি" এবং এক্সোটিক ছাড়াও প্রিয়াঙ্কা ফারহান আখতারের সাথে "দিল ধড়কনে দো" সিনেমায় টাইটেল ট্র্য়াকে কন্ঠ দিয়েছেন। এছাড়াও "মেরি কম" ছবিতে "লোরি চাওরো" গানটি তিনি গেয়েছিলেন। সম্প্রতি আশুতোষ গোয়ারিকরের প্রথম মারাঠী প্রয়োজনা ভেন্টিলেটরের জন্য "বাবা" নামে একটি প্রমোশনাল গান গেয়েছেন অভিনেত্রী।

 আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভিকি ডোনার, দম লাগাকে হ্যায়সা'র মতো জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে।

প্রথম ছবি ভিকি ডোনারের জন্য বড়পর্দায় গান গেয়েছিলেন অভিনেতা। এখন আমাদের কাছে পছন্দের তালিকায় রয়েছে তার গাওয়া "পানি দা" গানটি। আয়ুষ্মান এই গানটি জন্য় ফ্লিমফেয়ার পুরষ্কার জিতেছিলেন। পরবর্তীতে তিনি একাধিক ছবিতে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

২০১০ সালের সালমান খানের বিপরীতে 'দাবাং' ছবির মধ্যে দিয়ে অভিষেক হয় সোনাক্ষীর। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন এই গুণী অভিনেত্রী। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। শ্রেষ্ঠ নারী অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন সোনাক্ষী। শুধু অভিনয়ে নয়, গানের জগতেও নিজের নাম লিখিয়েছিলেন সোনাক্ষী। 'ইশকোহলিক' নামে একটা গান গেয়ে বলিউড দর্শক মাতিয়েছেন তিনি। সোনাক্ষী অবশ্য বরাবরই বলে এসেছেন, গান গাওয়াটাই নাকি তার প্রথম পছন্দ। মাঝে মাঝেই এক-দু'কলি গেয়েছেন নানান ছবিতে।

 ফারহান আখতার

ফারহান আখতার

ফারহান আখতার মাল্টি ট্য়ালেন্টেড অভিনেতা। অভিনয় থেকে শুরু করে সিনেমা পরিচালনা, গান প্রতিটি বিষয়ে ফারহানের দক্ষতা প্রমাণিত হয়েছে বি-টাউন ইন্ডাস্ট্রিতে। "রক অন" চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জগতে অভিষেক হয় ফারহানের। সিনেমার পাঁচটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। প্রত্যেকটি গান হিট করে বক্স অফিসে। পরবর্তীতে "জিন্দেগি না মিলেগি দোবারা", "দিল ধড়কনে দো" এবং "রক অন ২" মুভিতে গান গেয়েছেন তিনি।

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

কেশরী'র 'তেরি মিট্টি' গানটিতে কন্ঠ দিয়েছেন পরিণীতি চোপড়া।'তেরি মিট্টি'র মহিলা কণ্ঠে গাওয়া তার গানটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয় কুমারও। পরিণীতি এর আগে ২০১৭ সালে 'মেরি পেয়ারি বিন্দু' ছবিতে একটি গান গেয়েছিলেন-মানা কে হাম ইয়ার নেহি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও গানটি দর্শকমহলে ভালো সাড়া পায়।

 অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বাঙালি নির্মাতা মৃণাল সেনের 'ভুবন সোম'-এ ভয়েস আর্টিস্ট হিসেবে তার চলচ্চিত্রযাত্রা। তারপর বেশ কয়েক বছর কষ্টে কাটে তাঁর জীবন। ফ্লপ হয় বেশ কিছু ছবি। 'জঞ্জির' থেকেই ভাগ্য ফেরে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে গানও গেয়েছেন এই মহাতারকা। বলিউডের "শাহেনশাহ" অমিতাভ বচ্চন বহু ছবির গানে কন্ঠ দিয়েছেন। 'সিলসিলা' ছবির 'রং বারসে ভিগে চুনারওয়ালি' গানটি গেয়েছিলেন তিনি। বলিউডের বিখ্যাত দোলের গান হিসেবে আজও সমান জনপ্রিয় এটি। এছাড়াও "কভি খুশি কভি গম", "ভূতনাথ" এর মতো সিনেমাতেও গান গেয়েছেব অভিনেতা।

 শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর একজন অসাধারণ গায়িকা। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে গান গেয়েছেন। শ্রোতারা তার গান বেশ পছন্দ করেছেন। অভিনেত্রী গ্যালিয়ান আনপ্লাগড-এ গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার গাওয়া গান 'বেজুবান ফির সে', "সব তেরা" প্লেব্যাক গানগুলি জনপ্রিয়তা লাভ করে।

টুইটার, ইনস্টার পর নতুন ট্রেন্ড ইউটিউব, চ্যানেল খুলে সেলেবরা করছেন ভিডিও শেয়ারটুইটার, ইনস্টার পর নতুন ট্রেন্ড ইউটিউব, চ্যানেল খুলে সেলেবরা করছেন ভিডিও শেয়ার

English summary
besides acting popular actors have sung in films
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X