For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন রকস্টার এলভিস প্রিসলির ভক্ত, তাঁরই স্টাইল অনুসরণ করতেন বাপ্পি লাহিড়ি

মার্কিন রকস্টার এলভিস প্রিসলির ভক্ত, তাঁরই স্টাইল অনুসরণ করতেন বাপ্পি লাহিড়ি

Google Oneindia Bengali News

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের '‌ডিস্কো কিং’‌ বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। গত পাঁচ দশক ধরে সকলকে তাঁর গানের মাধ্যমে বিনোদন জুগিয়ে এসেছেন বাপ্পি লাহিড়ি। ছোট থেকে বড়, সব প্রজন্মের মানুষই বাপ্পি লাহিড়ির গানের ভীষণ ভক্ত। এর পাশাপাশি তিনি 'ডিস্কো কিং’ তকমা পেয়েছিলেন। ভারতে তাঁর হাত ধরেই ডিস্কোর রমরমা শুরু হয়। গানের পাশাপাশি তিনি নিজের ফ্যাশনের জন্যও বেশ জনপ্রিয় ছিলেন। গা ভর্তি সোনার গয়না, চোখে রঙিন সানগ্লাসে অন্য সকলের থেকে তাঁকে আলাদা করে। তবে বাপ্পি লাহিড়ি ছিলেন আমেরিকান রকস্টার এলভিস প্রিসলির জবরদস্ত ভক্ত।

এলভিস প্রিসলির ভক্ত ছিলেন

এলভিস প্রিসলির ভক্ত ছিলেন

গান নিয়ে যেমন বাপ্পি দা যেমন পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তাঁর পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। তাঁর সোনার গয়না পরা নিয়ে নানা রসিকতাও শোনা গিয়েছে। তবে কেন তিনি গয়না পরতেন তার কারণও তিনি অকপটে জানিয়েছেন। বাপ্পি লাহিড়ি তাঁর অনেক সাক্ষাতকারেই বলেছিলেন, ‘‌হলিউডের গায়ক এলভিস প্রিসলি সোনার হার পরতেন। আমি প্রিসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনো দিন সফল হই, তা হলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটি করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটি ঠিক না। সোনা আমার কাছে এগিয়ে যাওয়ার সাহস।'

 বাপ্পি লাহিড়ির আলাদা ধরনের স্টাইল স্টেটমেন্ট ছিল

বাপ্পি লাহিড়ির আলাদা ধরনের স্টাইল স্টেটমেন্ট ছিল

চোখে কালো চশমা, গায়ে রঙিন পোশাক, শরীরে সোনার গয়না। এটাই ছিল বাপ্পি লাহিড়ির স্টাইল স্টেটমেন্ট। বাপ্পি লাহিড়ি সুযোগ পেলেই সোনা কিনে ফেলতেন। তাঁর সোনার প্রতি এই আকর্ষণ তাঁকে বহুবার প্রশ্নের মুখেও ঠেলে দিয়েছিল। কিন্তু বাপ্পি লাহিড়ির কথায় তিনি সোনা পরতেন কারণ সোনা তাঁর ভাগ্যকে এগিয়ে নিয়ে গিয়েছে।

বাপ্পি লাহিড়ির সোনার প্রতি ঝোঁক

বাপ্পি লাহিড়ির সোনার প্রতি ঝোঁক

আরও জানা গিয়েছে, বাপ্পি লাহি‌ড়ি সবার খুব প্রিয় এমন এক সুরকার ও গীতিকার, যাঁর তাল, ছন্দ ও লয়ে মুগ্ধ থাকা ভক্তমহল সর্বদাই বেশ পছন্দ করতেন প্রিয় বাপ্পিদাকে এই লুকেই দেখতে। কখনও গলার একগুচ্ছ হার, কখনও হাতের ব্রেসলেট, কখনও আংটি সবটাই ঝক ঝক করত, আর তাই সোনা কেনার কোনো সুযোগই ছাড়তেন না তিনি।

ধনতেরাসেও সোনা কেনেন তিনি

ধনতেরাসেও সোনা কেনেন তিনি

অসুস্থ হওয়ার পরও সোনা কিনেছেন বাপ্পি লাহিড়ি, সেপ্টেম্বর মাসে করোনার পর থেকেই শরীরে ধরেছিল ভাঙন, পাশাপাশি বার্ধক্যের জেরে শরীরে ক্ষয় দেখা যাচ্ছিল, তবু মনের জোরে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। ধনতেরাসে নিজের হাতে কিনেছিলেন নিজের জন্য উপহার, তাও সেই সোনাই। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে মারা যান তিনি। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ছবি সৌজন্য : বাপ্পি লাহিড়ির ইনস্টাগ্রাম

বলিউড গানে পপের প্রচলন তাঁর হাত ধরেই, সেই বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম কী জানেন?‌ বলিউড গানে পপের প্রচলন তাঁর হাত ধরেই, সেই বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম কী জানেন?‌


English summary
bappi lahiri fan of elvis presley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X