For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোরখা নিষিদ্ধ হলে ঘোমটাও হোক ব্যান! দাবি জাভেদ আখতারের

শিবসেনার তরফে তাদের দলীয় সংবাদপত্রের প্রশ্ন করা হয়েছিল ,রাবণের দেশ শ্রীলঙ্কা যদি পারে বোরখা নিষিদ্ধ করতে, তাহলে রামের অযোধ্যা কেন তা করতে পারবে না? এই প্রশ্ন তোলা হয়েছিল মোদী সরকারের দিকে।

Google Oneindia Bengali News

শিবসেনার তরফে তাদের দলীয় সংবাদপত্রের প্রশ্ন করা হয়েছিল ,রাবণের দেশ শ্রীলঙ্কা যদি পারে বোরখা নিষিদ্ধ করতে, তাহলে রামের অযোধ্যা কেন তা করতে পারবে না? এই প্রশ্ন তোলা হয়েছিল মোদী সরকারের দিকে। আর এরপরই শোনা যায়, কেরলের শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা নিষিদ্ধ করার ফরমান জারি করেছে মুসলিম এডুকেশন সোসাইটি। ঠিক এরপরই গীতিকার জাভেদ আখতার ,বোরখা নিষিদ্ধকরণের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঘোমটা প্রশ্ন তোলেন জাভেদ আখতার।

বোরখা নিষিদ্ধ হলে ঘোমটাও হোক ব্যান! দাবি জাভেদ আখতারের

জাভেদ আখতার জানান, 'বোরখা' নিষিদ্ধ করণের বিরুদ্ধে তিনি নন, তবে তাঁর প্রশ্ন এক্ষেত্রে কেন বাদ দেওয়া হচ্ছে 'ঘোমটা'কে? নিরাপত্তার কারণে যদি মুখ ঢাকা পোশাক নিষিদ্ধই হয়, তাহলে ঘোমটাও নিষিদ্ধ হোক , বলে জোরদার সওয়াল করেছেন জাভেদ আখতার। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি তোলেন, লোকসভা নির্বাচনের চূড়ান্ত দফার আগে সরকার জানিয়ে দিক ঘোমটা নিয়ে নিষিদ্ধকরণমূলক পদক্ষেপ।

রাজ্যসভার সাংসদ জাভেদ আখতার বলেন, ' ঘোমটা , বোরখা দুটো একসঙ্গে নিষিদ্ধ করা হলে আমি খুশি হব'। যদিও জাভেদ আখতারের এমন বক্তব্যের পর থেকে ক্রমেই উঠে আসছে একাধিক বিতর্ক । যদিও বিতর্কের পর জাভেদ আখতারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

English summary
Ban burqa, but outlaw 'ghunghat' too, says Javed Akhtar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X