For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলায় রিভিউ পিটিশন ইস্যু: ১০০ জন মুসলিমের সঙ্গে মুখ খুললেন শাবানা-নাসিরউদ্দিনও

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে গত ৯ নভেম্বর। এরপর ফের একবার ১৭ নভেম্বর মুসলিম পক্ষের তরফে ঘোষণা করা হয় আদালতে ফের একটি রিভিউ পিটিশনের জন্য। এদিকে, শুন্নি ওয়াকফ বোর্ড ও অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের ইঙ্গিত, সরকারের দেওয়া ৫ একর জমি নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এমন এক পরিস্থিতিতে ফের রিভিউ পিটিশন দায়ের হবে কি না , তা নিয়ে বহু জল্পনা চলছিল। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা নাসিরুদ্দিন শাহরা।

 রিভিউ পিটিশন নিয়ে কারা মুখ খুললেন?

রিভিউ পিটিশন নিয়ে কারা মুখ খুললেন?

এক পিটিশনে মুসলিম গোষ্ঠীর তরফে মুখ খুলেছেন ইসলাম ধর্মাবলম্বী বিশিষ্ট শিক্ষাবিদ, অভিনেতা, পরিচালক, কবি, সাংবাদিক , ব্যবসায়ীরা। আর সেখানেই অযোধ্যা মামলার রা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও অভিনেত্রী শাবানা আজমি।

কোন বক্তব্য উঠে এল ?

কোন বক্তব্য উঠে এল ?

পিটিশনের বক্তব্যে বলা হয়েছে, 'ভারতীয় মুসলিম সম্প্রদায়, সংবিধান বিশেষজ্ঞ, ও নিরপেক্ষ সংগঠনের অসন্তুষ্টির সঙ্গে আমরাও সহমত। ' তাঁদের দাবি, দেশেষর শীর্ষ আদালত আইনের উপর ধর্মীয় বিশ্বাসকে জায়গা করে দিয়েছে নিজের রায়ে। যে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে রয়েছে অসন্তুষ্টি।

'বিতর্ক বাঁচিয়ে রাখা ক্ষতিকারক'

'বিতর্ক বাঁচিয়ে রাখা ক্ষতিকারক'

এই বিজ্ঞপ্তিতে এরপরই জানানো হয়েছে, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অযোধ্যা বিতর্ক বাঁচিয়ে রাখলে তা সাহায্য করবে না ভারতীয় মুসলিমদের, বরং ক্ষতিই করবে। ' এমনই মত পোষণ করে জয়েন্ট পিটিশনে স্বাক্ষর করেন নাসিরুদ্দিন, শাবানা, অঞ্জুম রাজাবালি, থেকে সাংবাদিক জাভেদ আনন্দ।

 রিভিউ পিটিশন প্রসঙ্গ

রিভিউ পিটিশন প্রসঙ্গ


এর আগে, ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ের পরই ১৭ নভেম্বর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও জমিয়াত উলেমা ই হিন্দ ঘোষণা করে যে তাঁরা ফের আদালতে অযোধ্যা মামলা নিয়ে রিভিউ পিটিশন দায়ের করতে ইচ্ছুক। এরপরই নাসিরুদ্দিনদের এমন বক্তব্য প্রকাশ্যে আসে।

English summary
Ayodhya Review Petition plea,Shabana Azmi Naseeruddin among Muslims oppose filling revew petition .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X