For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিনের শুনানির আগেই আদালতকে হলফনামা দিয়ে ওয়াংখেড়েকে ক্লিনচিট আরিয়ান খানের

জামিনের শুনানির আগেই আদালতকে হলফনামা দিয়ে ওয়াংখেড়েকে ক্লিনচিট আরিয়ান খানের

Google Oneindia Bengali News

আরিয়ান খানের বক্তব্যে অনেকটাই স্বস্তিতে সমীর ওয়াংখেড়ে। আদালতে জামিনের শুনানির আগে আরিয়ান খান হলফ নামা দিয়ে জানিয়েছেন এনসিবির কোনও আধিকারীকের সঙ্গে টাকা লেনদেনের কোনও ঘটনা ঘটেনি। প্রসঙ্গত উল্লেখ্য সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। আরিয়ান খানের মাদক মামলার অন্যতম সাক্ষী দাবি করেছিলেন আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা চাওয়া হয়েছিল শাহরুখ খানের বিরুদ্ধে।

ওয়াংখেড়েকে ক্লিনচিট আরিয়ান খানের

ওয়াংখেড়েকে ক্লিনচিট আরিয়ান খানের

আরিয়ান খানের বক্তব্যে অবশেষে ক্লিনচিট পেলেন সমীর ওয়াংখেড়ে। আরিয়ান খান জামিনের আবেদনের শুনানির আগেই আরিয়ান খান জানিয়েছেন কোনও রকম আর্থিক লেনদেন এনসিবির কোনও আধিকারিকের সঙ্গে হয়নি। বম্বে হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন আরিয়ান খান। আজ ফের জামিনের আবেদনের শুনানি রয়েছে আরিয়ান খানের। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিছুতেই মুক্তি দিতে চাইছে না এনসিবি। বারবারই আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির তরফে দাবি করা হয়েছে আরিয়ান খানকে জেরা করে আন্তর্জাতিক মাদক চক্রের কোন যোগ থাকতে পারে বলে মনে করছে এনসিবি। কারণ আরিয়ান খান জেরায় জানিয়েছে, লন্ডন এবং দুবাইয়ে থাকাকালীনই মাদক নিতে শুরু করেছিল। সেই থেকেই তদন্তকারীদের অনুমান আরিয়ান খানের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ থাকতে পারে।

ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ

ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ

মুম্বইয়ের ক্রুজ শিপে এনসিবির হানা দেওয়ার নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। আরিয়ান খানের গ্রেফতারির নেপথ্যেও সমীর ওয়াংখেড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মলিক ওয়াংখেড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন সমীর ওয়াংখেড়ে লকডাউনের সময় মলদ্বীপে ছুটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তারপর থেকেই তিনি বলিউডের তারকাদের টার্গেট করে রেখেছেন। তারপরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। এদিকে আরিয়ান খানের মামলায় অন্যতম সাক্ষী ভিডিও ফুটেজে দাবি করেছেন, আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছেন। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। তারপরেই সমীর ওয়াংখেড়ে নিজের জন্য বিশেষ নিরাপত্তা দাবি করেন। সমীর ওয়াংখেড়ে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

নাম জড়িয়েছে শাহরুখের ম্যানেজারের

নাম জড়িয়েছে শাহরুখের ম্যানেজারের

সূত্রের খবর আরিয়ান খানের মাদক কাণ্ডে শাহরুখ খানের ম্যানেজারের নামও জড়িয়েছে। শাহরুখের ম্যানেজার পুজা দদলানি নাকি এনসিবির অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ। যদিও এনসিবি দাবি করেছে দেশে শাহরুখ পুত্র প্রভাবশালী হওয়ায় প্রমাণ লোপাট করতে পারে। তাই বারবার তার জামিনের বিরোধিতা করেছে তারা। শাহরুখ খানের ছেলেকে কিছুতেই মুক্তি দেওয়া যাবে না বলে জানিয়েছেন এনসিবি। এদিকে আবার আরিয়ান খানের সঙ্গে অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসে পড়েছে। তাতে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে আরিয়ান খান। সূত্রের খবর আরিয়ান খানকে মাদক সরবরাহ করতেন অনন্যা পাণ্ডে। তাঁরা একই গ্রুপের বন্ধু। কাজেই মাঝে মধ্যেই অনন্যা পাণ্ডে একসঙ্গে পার্টি করতেন। সেই সুবাদে আরিয়ান খানকে মাদক সরবরাহ করতেন তিনি এমনই দাবি করা হয়েছে।

অনন্যা পাণ্ডেকে জেরা

অনন্যা পাণ্ডেকে জেরা

আরিয়ান খানের সঙ্গে অনন্যা পাণ্ডেকেও জের করেছে এনসিবি। ইতিমধ্যেই অনন্যা পাণ্ডেকে জেরা করা হয়েছে। ফের অনন্যা পাণ্ডেকে জেরা করার জন্য সমন পাঠানো হয়েছে। অনন্যা পাণ্ডের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনসিবি। অনন্যা পাণ্ডের বাড়ি থেকে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। গতকালই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু শ্যুটিংয়ের জন্য এনসিবির কাছে বাড়তি সময় চেয়েছেন অনন্যা পাণ্ডে। এর আগে পর পর দুবার অনন্যা পাণ্ডে তাঁর বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবির দফতরে এসেছিলেন। সামনে বেশ কয়েকটি বড় ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। তার মধ্যে অন্যকম দক্ষিণ ভারতের তারকা বিজয় দেবগোন্ডার সঙ্গে ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। বারবার এনসিবির তলবে তাতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

সমীর ওয়াংখেড়ের জন্য ছিল ৮ কোটি, আছে প্রমাণ, মাদক কাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রতক্ষ্যদর্শীরসমীর ওয়াংখেড়ের জন্য ছিল ৮ কোটি, আছে প্রমাণ, মাদক কাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রতক্ষ্যদর্শীর


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Aryan Khan case update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X