For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইন্ডিয়ান আইডল' ছেড়ে বেরিয়ে গেলেন অনু মালিক! 'মি টু' বিতর্ক উস্কে টুইট সোনা মহাপাত্রর

বেশ কয়েক দিন ধরেই অনু মালিককে নিয়ে চলছিল বিতর্ক। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গরুতর অভিযোগ রয়েছে, তাঁকে 'ইন্ডিয়ান আইডল' এর মতো অনুষ্ঠানে কেন ফের বিচারক নির্বাচিত করা হল, তা নিয়ে উঠেছিল বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েক দিন ধরেই অনু মালিককে নিয়ে চলছিল বিতর্ক। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাঁকে 'ইন্ডিয়ান আইডল' এর মতো অনুষ্ঠানে কেন ফের বিচারক নির্বাচিত করা হল, তা নিয়ে উঠেছিল বিতর্ক। বিতর্ক উস্কে টুইট করেন গায়িকা সোনা মহাপাত্র। একই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্তও। এরপরই চরম পদক্ষেপ নিলেন অনু মালিক।

ইন্ডিয়ান আইডল ছেড়ে বেরিয়ে গেলেন অনু মালিক! মি টু বিতর্ক উস্কে টুইট সোনা মাহাপাত্রর

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেশ ইন্ডিয়ান আইডল ছেড়ে বেরিয়ে গেলেন অনু মালিক। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত সোনা মহাপাত্রর হাত ধরেই। ২০১৮ সালে সোনা, যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অনু মালিকের বিরুদ্ধে। সেই সময় থেকেই ' মিটু আন্দোলন' ঘিরে এই বিতর্কের সূত্রপাত। এরপর বারবার অনু মালিকের বিরুদ্ধে সরব হয়েছেন সোনা। আর এদিন যখন ইন্ডিয়ান আইডল থেকে অনু মালিক সরে গেলেন, সেদিনও টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেননি বলিউডের এই গায়িকা।

সোনা মহাপাত্র এদিন,অনু মালিকের 'ইন্ডিয়ান আইডল' থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে ' প্রতীকী বিজয়' বলে আখ্যা দিয়েছেন। টুইটে তিনি জানিয়েছেন এই ঘটনায় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। প্রসঙ্গত, ২০১৮ সালে যখন সোনা মুখ খুলেছিলেন অনু মালিকের বিরুদ্ধে, তখন সোনার মতোই একই সুরে অনুর বিরুদ্ধে সরব হন গায়িকা নেহা ভাসিন ও শ্বেতা পণ্ডিত।

English summary
Anu Malik Quits Indian Idol, Sona Mahapatra says Symbolic Victory .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X