For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দিল্লি পুলিশের গল্প শুনে ভয় পাচ্ছে পশুও, টুইট বিশাল ভরদ্বাজের

‌দিল্লি পুলিশের গল্প শুনে ভয় পাচ্ছে পশুও, টুইট বিশাল ভরদ্বাজের

Google Oneindia Bengali News

দিল্লি হিংসার ঘটনা নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরাই তীব্র নিন্দায় সরব হয়েছেন। পিছিয়ে নেই বলিউডও। স্বরা ভাস্কর, আমির খান, জাভেদ আখতার, রিচা চাড্ডা সকলেই দিল্লির এই সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে সরবও হয়েছেন। বলিউডের চিত্রনাট্যকর–পরিচালক বিশাল ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দিল্লির হিংসা নিয়ে তিনি সম্প্রতি একটি টুইট করেছেন। যে টুইট নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশাল ভরদ্বাজ তাঁর টুইটে দিল্লি পুলিশকে কটাক্ষ করেছেন।

‌দিল্লি পুলিশের গল্প শুনে ভয় পাচ্ছে পশুও, টুইট বিশাল ভরদ্বাজের


প্রসঙ্গত গত সপ্তাহেই দিল্লির উত্তর–পূর্ব এলাকাতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ৫০–এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনা চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বিশাল ভরদ্বাজও দিল্লি পুলিশকে নিশানা বানিয়েই টুইট করেন। তিনি টুইটে লেখেন, '‌দিল্লি পুলিশের কাহিনী শুনে জঙ্গলের পশুরাও ভয় পেয়ে গিয়েছে।’‌বিশালের এই টুইট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এবং অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে। প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সিএএ ও এনআরসি নিয়েও সরব হন সোশ্যাল মিডিয়াতে।

English summary
Bollywood's writer-director vishal bhardwaj is quite active on social media. He recently tweet about Delhi's violence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X