For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরির পর এবার বালাকোট বিমান হামলা নিয়ে সিনেমা, পরিচালক অভিষেক কাপুর

উরির পর এবার বালাকোট বিমান হামলা নিয়ে সিনেমা, পরিচালক অভিষেক কাপুর

Google Oneindia Bengali News

বিবেক ওবেরয়, সঞ্জয় লীলা বনশালির পর ভূশন কুমার ঘোষণা করলেন এ বছরের সবচেয়ে চর্চিত বালাকোট বিমান হামলা নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। সোশ্যাল মিডিয়ায় এ ছবির ঘোষণা করেন প্রযোজকরা। সত্য ঘটনা অবলম্বনে এই ছবির পরিচালক হিসাবে বেছে নেওয়া হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিষেক কাপুরকে। তিনি এই সিনেমার কাহিনী লিখবেন এবং পরিচালনা করবেন।

উরির পর এবার বালাকোট বিমান হামলা নিয়ে সিনেমা, পরিচালক অভিষেক কাপুর


ভূষণ কুমার সোশ্যাল মিডিয়াতে এই খবর ঘোষমা করেছেন। তিনি টুইট করে বলেন, '‌দৃঢ় সংকল্প ও বীরত্বের গল্প। ঘোষণা করে গর্বিত। দেশের সাহসী অন্তরের সেনাদের এই ছবির মধ্য দিয়ে সম্মান জানানো হবে। ছবিটি লিখবেন ও পরিচালনা করবেন অভিষেক কাপুর।’‌ ২৬ ফেব্রুয়ারি বালাকোট বিমান হামলা হয়। এর আগে ১৪ ফেব্রুয়ারি জম্মু–কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানের কনভয়ে হামলা চালায় জৈশ–ই–মহম্মদ জঙ্গি সংগঠন। নিহত হয় ৪০ জন সেনা। এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাদের প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তভাবে ছেড়ে দেন। ২৬ ফেব্রুয়ারি বালাকোটে মিরাজ–২০০০ যুদ্ধ বিমান নিয়ে হামলা করে বায়ুসেনা। জৈশের একাধিক শিবির উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই মিশনে পাকিস্তানের হাতে ধরা পড়ে যায় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে একদিন পাকিস্তানের জেলে রাখার পর ভারতের হাতে তুলে দেওয়া হয়।

অভিষেক কাপুর এই ছবিটি লিখছেন এবং পরিচালনা করছেন। তবে এখনও জানা যায়নি অভিনন্দন বর্তমানের ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করবেন। এ বছরই উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিটি মুক্তি পায়। যেটি ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উরি হামলার ওপর করা হয়েছে। এই ছবিটির পরিচালক ছিলেন আদিত্য ধর এবং মেজর ভিহান সিং শেরগিলের ভূমিকায় ভিকি কৌশলকে দেখা গিয়েছে।

English summary
Sanjay Leela Bhansali and Bhushan Kumar will be producing a film based on the 2019 Balakot airstrike. The film will be directed by Abhishek Kapoor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X