For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাসু চট্টোপাধ্যায়ের ছায়াছবির স্থিরচিত্র নিয়ে 'আ মনজিল অফ মমোরিজ'

Google Oneindia Bengali News

কলকাতা, ৬ মে : সম্প্রতি কলকাতায় বিখ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের সিনেমার স্থিরচিত্র নিয়ে হয়ে গেল এক অনবদ্য প্রদর্শনী। 'আ মনজিল অফ মমোরিজ' শীর্ষক ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চিচ্চোর, ছোটি সি বাত,বাতো বাতো মে-র মতো অসামান্য ছবির পরিচালক বাসু চট্টোপাধ্যায় নিজেও।

বালিগঞ্জ প্লেসের ওয়েভার স্টুডিওতে ৭ দিন ধরে চলে প্রদর্শনী। এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বানী বসু, শুভাপ্রসন্ন, সবিতা চৌধুরি, বরুন চন্দ, অনীক দত্ত প্রমুখ। ছিলেম গৌতম ঘোষ, নবনীতা দেবসেনের মতো ব্যক্তিত্বরাও।

বছর নয় নয় করে প্রায় ছিয়াশির দোড়গোড়ায়। কোনওদিনও নিজের কাজ সংরক্ষণ করে রাখার চেষ্টাও করেননি বা নিজের কাজ জাহির করার তোয়াক্কা করেননি বাসু চট্টোপাধ্যায়। সেদিন নিজের এতবছরের যাত্রপথের টুকরো ছবি দেখে চোখ দুটো যেন চিকচিক করে উঠল। উদ্যোক্তা সদস্যকে শেষে জিজ্ঞাসাই করে ফেললেন, 'এসব কী করে জোগাড় করেলেন?' ছবিগুলো দেখে বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। শেষে নিজের ঢংয়েই ঠাট্টার সুরে বললেন, যাজ্ঞে, দের আয়ে দুরুস্ত আয়ে।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

সম্প্রতি কলকাতায় বাসু চট্টোপাধ্যায়ের সিনেমার স্থিরচিত্র নিয়ে হয়ে গেল এক অনবদ্য প্রদর্শনী 'আ মনজিল অফ মমোরিজ'।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

ছবির শুটিংয়ে জিতেন্দ্র সঙ্গে বাসু চট্টোপাধ্যায়।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

হাল্কা মেজাজে অশোক কুমারের সঙ্গে বাসু চট্টোপাধ্যায়।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

প্রদর্শনী অনুষ্ঠানে বানী বসু, সবিতা চৌধুরী,শুভাপ্রসন্নর সঙ্গে বাসু চট্টোপাধ্যায়।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

ছবি দেখে পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠেছে। বিস্ময়ে নিজের কাজ দেখছেন বাসু চট্টোপাধ্যায়।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

সাংবাদিকদের ভিড়ে বাসু চট্টোপাধ্যায়।

বাসু চট্টোপাধ্যায়

বাসু চট্টোপাধ্যায়

কিংবদন্তী সঙ্গীতকার সলিল চৌধুরির স্ত্রী সবিতা চৌধুরির সঙ্গে বাসু চট্টোপাধ্যায়।

English summary
A Manzil of Memories: Rare Memorabilia Of Basu Chatterji’s Films
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X