For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের পুরনো ব্যবসায়িক পরিবারকে নিয়ে তথ্যচিত্র দেখানো হল কলকাতা চলচ্চিত্র উৎসবে

শহরের পুরনো ব্যবসায়িক পরিবারকে নিয়ে তথ্যচিত্র দেখানো হল কলকাতা চলচ্চিত্র উৎসবে

Google Oneindia Bengali News

এবারের ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমার সঙ্গে যোগ নেই এমন পড়ুয়াদের ছবিও প্রর্দশিত হবে। সেরকমই এক ছবিতে দেখানো হবে ১০০ বছর আগে কলকাতা কেমন ছিল।

শহরের পুরনো ব্যবসায়িক পরিবারকে নিয়ে তথ্যচিত্র দেখানো হল কলকাতা চলচ্চিত্র উৎসবে


'‌দ্য মল্লিক অফ পাথুরিয়াঘাটা’‌ তথ্যচিত্রের পরিচালক পৌলমী আঢি বলেন, '‌কলকাতার বহুদিনের বাসিন্দা ‌দ্য মল্লিক অফ পাথুরিয়াঘাটা আমাদের ছবির নাম। ২২.‌‌২৯ মিনিটের ছবিটি রবিবার দেখানো হয় কলকাতা চলচ্চিত্র উৎসবে। আমরা যেহেতু মিডিয়া নয়, অর্থনীতির পড়ুয়া তাই আমাদের জন্য খুব কঠিন কাজ ছিল শুটিংটা। আমরা একটু একটু করে এই শিল্পটা শিখেছি। আমরা আমাদের দলের সবাইকে এই সহযোগিতা ও সমন্বয়ের জন্য ধন্যবাদ দিতে চাই।’‌ ছবিটিতে দেখানো হয়েছে, কলকাতার পাথুরিয়াঘাটার বহু বছরের বাসিন্দা মল্লিকরা। যাঁদের ভারত ও ভারতের বাইরে এবং ইউরোপিয়ান দেশে ব্যবসা রয়েছে। তথ্যচিত্রের শুটিং হয়েছে ৬৭, পাথুরিয়াঘাট স্ট্রীটে। কলকাতার দীর্ঘদিনের বাসিন্দাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এখানে।

ছবির সহ–পরিচালক আত্রেয়ী বসাক বলেন, '‌এই ছবিটি তৈরি করার গুরুত্বপূর্ণ কারণ হল কলকাতার আগামী প্রজন্ম ও তার পরের প্রজন্মের জন্য এ ধরনের তথ্যচিত্র তৈরি করে রাখা। পাথুরিয়াঘাটা মল্লিকদের মহিমা সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যাচ্ছে। এটি তাঁদের পূর্বপুরুষদের ইতিহাস ধারণ করে যারা বাংলার স্বর্ণযুগ রচনায় অসামান্য অবদান রেখেছিলেন।’‌ আত্রেয়ী নিজে একজন ফাইনান্সের ছাত্রী। প্রসঙ্গত, ব্রিটিশ আমল থেকেই কলকাতার স্বর্ণযুগ বলতে বোঝানো হয় সংস্কৃতির নবজাগরণ, সামাজিক কলঙ্ককে কাটিয়ে ওঠা, তীক্ষ্ণ রাজনৈতিক অর্ন্তদৃষ্টি এবং বাঙালির শিক্ষাগত উৎকর্ষতাকে। আত্রেয়ী বলেন, '‌আমরা প্রায়শই বাঙালি সম্প্রদায়ের ব্যবসায়িক দক্ষতাকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছি, যেগুলি ১৮ শতকের গোড়ার দিকে কলকাতাকে একেবার সর্বাধিক প্রশংসিত ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিণত করেছিল।’‌ আটদিন ধরে চলা ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ২৪টি দেশের ৫৬টি বিদেশি পরিচালকের ছবি এবং ৬০টি দেশীয় পরিচালকের ছবি দেখানো হবে এবারের উৎসবে। ৭৬টি দেশের ২১৪টি পূর্ণ দৈঘ্যের ছবি এবং ১৫২টি ছোট ও তথ্যচিত্র দেখানো হবে কলকাতার ১৭টি প্রেক্ষাগৃহে।

English summary
The 28th Kolkata Film Festival, inaugurated on November 7 at Netaji Indoor Stadium,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X