For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৭টি হলিউড সিনেমা যার শুটিং হয়েছে ভারতে!

Google Oneindia Bengali News

আমাদের ভারতীয়দের মধ্যে অনেকেই আছে যাঁরা পাশ্চাত্য সভ্যতাকে সবসমই উঁচুতে রাখেন, সেখানকার খাওয়াদাওয়া হোক বা প্রযুক্তি, আইনি ব্যবস্থা হোক বা শিল্প ব্যবস্থা। সবই এদেশের চেয়ে বেশি উন্নত বলে মনে করেন তাকা। (ছবি) চল্লিশের গণ্ডি পেরিয়েও হলিউড দাপাচ্ছেন এই ১০ অভিনেত্রী!

ঠিক একইভাবে টলিউড, বলিউড ছেড়ে হলিউডের দিকে তাদের ঝোঁকটা অনেক বেশী। তাই তো প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড যাত্রা নিয়ে নিজেদের মধ্যে গর্বের শেষ নেই। আর শাহরুখ খান কেন এখনও হলিউডে চান্স পেলেন না তা নিয়েও মাথা ব্যাথার অন্ত নেই। [(ছবি) এই বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বিদেশের ১৫ তারকার চেহারার এত মিল!]

হলিউডের ছবিতে একটুকরো ভারত দেখতে পেলেই আমরা বেশ গদগদ হয়ে যাই। আর ভাবুন তো যে সব ছবির অধিকাংশটাই শুটিং হয়েছে ভারতে। [(ছবি) হলিউড তারকাদের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের অদেখা কিছু মুহূর্ত]

তা হবে নাই বা কেন বলুন, ভারত এমন একটি দেশ যা নিজের সংস্কৃতি, ঐতিহ্যে পরিপূর্ণ। আর এত রকমের ফ্লেভার আর কোথায় পাওয়া যাবে। যেখানে একদিকে হাজার হাজার মানুষের ভিড়ে ট্রেনর ধাক্কা তো অন্যদিকে শস্যশ্যামলা মাতৃভূমি। [(ছবি) 'বাহুবলী' সিনেমার দৃশ্য 'নকল' হয়েছে যে হলিউড সিনেমা থেকে!]

আমরা ৭টি হলিউডের ছবির তালিকা আপনাদের জন্য নিয়ে এসেছি যে ছবির শুটিং আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ভারতেই হয়েছে।

ইট প্রে লাভ (দিল্লি)

ইট প্রে লাভ (দিল্লি)

২০১০ সালের রোমান্টিক ড্রামা ও কমেডি ছবি এটি। এই ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে জুলিয়া রবার্টকে। দিল্লিতে এই ছবির আধ্যাত্মিক অংশের শুটিং হয়েছে।

মিশন ইম্পসিবেল ৪ : গোস্ট প্রোটোকল (মুম্বই)

মিশন ইম্পসিবেল ৪ : গোস্ট প্রোটোকল (মুম্বই)

টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল ৪ ছবির একটা বড় অংশ শুটিং হয়েছে মুম্বইয়ের ব্যস্ততম রাস্তায়। এছবিতে ভারতীয় জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরকেও দেখা গিয়েছে।

এ মাইটি হার্ট (পুণে)

এ মাইটি হার্ট (পুণে)

মিশেল উইন্টারবটমের এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউডের সুপারস্টার অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি। এই ছবির শুটিং হয়েছে মহারাষ্ট্রের পুণেতে।

 দ্য হান্ড্রেড ফুট জার্নি (মুম্বই)

দ্য হান্ড্রেড ফুট জার্নি (মুম্বই)

একই নামের উপন্যাসের অনুকরণেই তৈরি এই ছবিটি। এই ছবির প্রথম কয়েকটি দৃশ্য মুম্বইয়ে শুট করা হয়েছে। এই ছবিটি একটি ভারতীয় পরিবারের। যেখানে এক সদস্য প্রতিভাবান শেফ, এবং নিজের স্বপ্নপূরণের জন্য ইউরোপে গিয়ে থাকতে শুরু করবে।

স্লামডগ মিলেনিয়ার (মুম্বই)

স্লামডগ মিলেনিয়ার (মুম্বই)

এই ছবির নাম শোনেনি এমন ভারতীয় সংখ্যা কমই। কিউ অ্যান্ড এ উপন্যাসের অনুকরণে তৈরি এই ছবি। একাধিক পুরস্কারের পাশাপাশি এই ছবি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। এই ছবির পুরো শুটিংই মুম্বইয়ে হয়েছে।

লাইফ অফ পাই (মুম্বই)

লাইফ অফ পাই (মুম্বই)

অ্যাংগ লি-র নির্দেশনায় এই ছবি তৈরি হয়েছে। একটি লাইফবোটে একটি ছেলের এক বাঘের সঙ্গে সংঘর্ষ করে বেঁচে থাকার গল্প এটি। পণ্ডিচেরি ও কেরলেও এই ছবির কিছু কিছু অংশের শুটিং হয়েছে। এই ছবিতে ভারতীয় অভিনেতা ইরফান খানও অভিনয় করেছেন।

দ্য বেস্ট এক্সটিক মেরিগোল্ড হোটেল (রাজস্থান)

দ্য বেস্ট এক্সটিক মেরিগোল্ড হোটেল (রাজস্থান)

২০১২ ব্রিটিশ ড্রামা এইটি। এই ছবির পুরো শুটিংটাই উদয়পুর এবং জয়পুরে হয়েছে।

English summary
7 Hollywood Movies Filmed In India!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X