For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) 'বাহুবলী' সিনেমার দৃশ্য 'নকল' হয়েছে যে হলিউড সিনেমা থেকে!

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি 'বাহুবলী' মুক্তি পেয়েছে গত শুক্রবার।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিলেও সমালোচকরা এর মধ্যেই নানা খুঁত বের করে ফেলেছেন সিনেমাটি নিয়ে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, সমালোচকদের মতে এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্য হলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত। গোদা বাংলায় বললে একেবারে টুকলি করা হয়েছে, বিশেষত 'ত্রিশূলা ব্যাহম'-এর অনেক অংশ কপি করা হয়েছে।

এসএস রাজামৌলির অনেক সিনেমাতেই অন্য সিনেমার কপি করা দৃশ্য রয়েছে বলে সমালোচনা শোনা গিয়েছে। এই সিনেমাও তার ব্যতিক্রম নয়। এটি সিনেমা মূলত অ্যাকশন ফিল্ম। আর এইসব মারপিটেরই নানা দৃশ্য হলিউডের পরিচিত নানা সিনেমা থেকে নেওয়া হয়েছে। নিচের স্লাইডে দেখে নিন কোন কোন সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছে 'বাহুবলী'।

৩০০, রাইজ অব অ্যান এম্পায়ার

৩০০, রাইজ অব অ্যান এম্পায়ার

২০১৪ সালের মার্চে নোয়াম মুরোর পরিচালনায় মুক্তি পায় এই সিনেমাটি। এটি একটি আমেরিকান 'ফ্যান্টাসি ফিল্ম'।

রেড ক্লিফ

রেড ক্লিফ

'ব্যাটল অব রেড ক্লিফস' এর উপরে নির্মিত এই চিনা সিনেমাটি ২০০৮-২০০৯ সালে মুক্তি পায়। এশিয়ার সবচেয়ে বেশি বাজেটের সিনেমা এটি।

আলেকজান্ডার

আলেকজান্ডার

২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির গল্প 'আলেকজান্ডার দ্য গ্রেট'-এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল।

কনফুসিয়াস

কনফুসিয়াস

চিনা দার্শনিক কনফুসিয়াসের উপরে ভিত্তি করে তৈরি এই সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও ২০১০ সালের জানুয়ারিতে মুক্তি পায়।

ট্রয়

ট্রয়

ট্রয় সিনেমাটিও আমেরিকান সিনেমা। ২০০৪ সালে এটি মুক্তি পায়। ব্র্যাড পিট অভিনীত এই সিনেমাটির কয়েকটি দৃশ্যও বাহুবলীতে নকল হতে দেখা গিয়েছে বলে সমালোচনা শুরু হয়েছে।

English summary
SHOCKING: Bahubali Copied/Inspired From These Hollywood Films
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X