৪২ বছরে ফের বিয়ের পিঁড়িতে পূজা বত্রা! অভিনেত্রীর বিয়ের ছবি ভাইরাল
ক্যালিফোর্নিয়াতে ২০০২ সালে চিকিৎসক সোনু আলুওয়ালিয়ার সঙ্গে বিয়ের সম্পর্কে প্রথমবার আবদ্ধ হন অভিনেত্রী পূজা বত্রা। এককালের তামাম সুন্দরী তথা মিস ইন্ডিয়া পূজার বলিউডে পথ চলা শুরু হয়েছিল 'বিরাসত' ফিল্মের হাত ধরে। এরপর সেভাবে বলিউডি ছবিতে তিনি জায়গা কর নিতে না পরলেও খবরে থেকেছেন বহুবার, বহু কারণে। এবার উঠে এলো তাঁর বিয়ে খবর।
|
পূজার বিয়ে
অভিনেতা নবাব শাহের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ালেন অভিনেত্রী পূজা বত্রা। খুব ছোট আয়োজনের মধ্যে দিয়ে রীতিনীতি মেনেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে খবর।
|
বিয়ের সাজে পূজা!
বিয়ের সাজে অসামান্যা হয়ে উঠেছিলেন পূজা। সেই ছবিও প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ার দৌলতে।
সুখী দম্পতি
সুখী দাম্পত্যের ছবি বারবার ধরা দিয়েছে এই ফ্রেমে। আর নবাবের সঙ্গে পূজার এই ছবি নিজেই পোস্ট করেন অভিনেত্রী
[আরও পড়ুন: 'কবীর সিং' শাহিদকে পাত্তা দিচ্ছেন না 'অর্জুন রেড্ডি' বিজয়! বিতর্কে তেলুগু স্টার]