For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সিনেমার পরিচালনায় অনিবার্ণ ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘‌বল্লভপুরের রূপকথা’র পোস্টার

Google Oneindia Bengali News

পরিচালনার কাজে আগেই হাত পাকিয়েছিলেন অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য। তাঁর পরিচালিত '‌মন্দার'‌ বেশ সাড়া ফেলেছিল। এবার সিনেমায় নিজের সৃজনশীলতা দেখাতে আসছেন তিনি। সিনেমার নাম '‌বল্লভপুরের রূপকথা'‌। যার প্রথম পোস্টার মুক্তি পেল বৃহস্পতিবার।

এবার সিনেমার পরিচালনায় অনিবার্ণ ভট্টাচার্য

পোস্টারে দেখা যাচ্ছে, অন্ধকার রাতে এক পুরনো বাড়ি আর তার মাথায় ফুটে রয়েছে লাল গোলাপ। সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা এসভিএফের-এর তরফ থেকে লেখা হয়েছে, '‌রাত একটু বাড়লে পরে, ভূতে এসে নেত্য করে!'‌ লেখক বাদল সরকারের বিখ্যাত নাটক '‌বল্লভপুরের রূপকথা'‌-র অনুকরণে তৈরি হয়েছে এই ছবি। ১৭ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে ছবির টিজার। সম্ভবত তখনই জানা যাবে এই ছবিতে কে কে অভিনয় করছেন। ততদিন না হয় রহস্য ঘনীভূত হতে থাক।

এর আগে 'মন্দার' ওয়েবসিরিজের হাত ধরে পরিচালনায় পা রেখেছিলেন অভিনেতা । আর এবার বড়পর্দায় পরিচালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণকে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, '‌বল্লভপুরের রূপকথা'‌ ভৌতিক কমেডি। অর্থাৎ, মজার মোড়কে ভৌতিক গল্প শোনানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে পরিচালনার পাশাপাশি এই ছবিতে অনিবার্ণ নিজে কাজ করবেন কিনা সে উত্তর অজানা। তবে জানা গিয়েছে, '‌বল্লভপুরের রূপকথা'‌য় উঠে আসবে বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের অবাক করা এক গল্প। জরাজীর্ণ রাজবাড়ির বাসিন্দা মাত্র ২ জন। তাদের আর্থিক পরিস্থিতি রাজবাড়ির মতোই জরাজীর্ণ। গলা পর্যন্ত ঋণে ডুবে দুজন। ঋণ মেটানোর মত সম্পত্তিও অবশিষ্ট নেই। তাহলে কী করে চলে এই দুই বাসিন্দার জীবন? গল্পের মোচড় নাকি সেখানেই লুকিয়ে। ‌কালীপুজোর সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।

English summary
Upcoming Bengali movie 'Ballabhpurer Roopkatha' poster released
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X