For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউড সিনেমা বয়কট ট্রেন্ড নিয়ে এবার সরব হলেন ‘‌খিলাড়ি’‌ অক্ষয় কুমার, দিলেন যোগ্য জবাব

Google Oneindia Bengali News

অক্ষয় কুমার বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি '‌রক্ষা বন্ধন'‌-এর প্রচার নিয়ে। আর এই সময় বলিউড এমন একটি সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে অধিকাংশ সিনেমাকেই '‌বয়কট'‌ হ্যাশট্যাগ-এর আওতায় ফেলে তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অক্ষয় কুমার এ প্রসঙ্গে কথা বলেন এবং কোনও সিনেমা বয়কট না করার অনুরোধ জানান তিনি।

বলিউড সিনেমা বয়কট ট্রেন্ড নিয়ে এবার সরব হলেন অক্ষয় কুমার

২০২২ সাল অক্ষয় কুমারের কেরিয়ার গ্রাফের জন্য মোটেও ভালো সময় নয়। বচ্চন পাণ্ডে ও সম্রাট পৃথ্বীরাজ অক্ষয়ের শেষ মুক্তি পাওয়া সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অক্ষয় কুমারকে তাঁর পরবর্তী সিনেমা '‌রক্ষা বন্ধন'‌-এ দেখা যাবে, যেটি ১১ অগাস্ট মুক্তি পাবে। মুক্তির আগে অক্ষয় বয়কট সংস্কৃতি প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, '‌আমাদের এখানে তো সব জিনিসকে বয়কট করে দাও। কারোর চ্যানেল ব্যান করে দাও, আবার কারোর এই জিনিস ব্যান করে দাও। এটা কী হচ্ছে?‌ এটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে আর আমি হাতজোড় করে সেই মানুষগুলোকে বলতে চাই যে ব্যান করে কার লোকসান হবে? দেশেরই তো লোকসান হবে।'‌‌

অক্ষয় আরও বলেন, '‌আমাদের দেশের লোকসান হবে, সিনেমা অথবা চ্যানেল, বা ইন্ডাস্ট্রি ব্যান করে দাও। আমি বলব এতে কোনও লাভ নেই। হাতজোড় করে অনুরোধ করব এটা করবেন না। ভালো হয় দেশের অর্থনীতিকে বন্ধ না করার, এটাকে চলতে দিন। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের দেশ শুধু এই কাজ করে। এটা একটা ভুল জিনিস যা আপনারা ছড়াচ্ছেন। তাই আমি শুধু হাত জোড় করে বলবো এই সব কাজ করবেন না, এটা ভালো লক্ষণ নয়।'‌ অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় যে কোনও একটি নেতিবাচক ট্রেন্ড যা আপনি ব্যান করতে চাইবেন?‌ অক্ষয় কুমার বলেন, '‌দেখুন, প্রত্যেকের অধিকার রয়েছে তাঁরা কি লিখতে চান। তাঁদের কথা বলার স্বাধীনতা রয়েছে, তাই তাঁরা যা চান তাই লিখতে পারেন। কিন্তু আবারও অনুরোধ করব এ ধরনের জিনিস ছড়াবেন না, এগুলি ভালো লক্ষণ নয়।'‌

আমিরের 'লাল সিং চাড্ডা' থেকে অক্ষয়ের 'রক্ষাবন্ধন'‌, এক যোগে বয়কটের ডাক দিয়েছেন একদল মানুষ। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে আলিয়া ভাটের '‌ডার্লিংস'‌ও। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হ্যাশট্যাগ বয়কটের ট্রেন্ড। কোথাও সিনেমার বিষয়বস্তু, কোথাও আবার মূখ্য অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বিতর্ক চলে। যার জেরেই প্রায়ই ছবি বয়কটের ডাক দিয়ে থাকেন নেটিজেনরা
। কলকাতায় সিনেমার প্রচারে এসে এই নিয়ে মুখ খোলেন অক্ষয় কুমার। তিনি বলেন, '‌কিছু মানুষ রয়েছে যারা এই কাজগুলো করে। তারা অসভ্যতামি করছে। ঠিক আছে। এটা স্বাধীন দেশ। প্রত্যেকেই তাদের ইচ্ছামতো কাজ করতে পারে। এটি অর্থনীতিতে সহায়তা করে। মানুষ যখন এই ধরনের কাজ করে তখন এর কোনো অর্থ হয় না। আমরা সবাই আমাদের দেশকে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ করার দ্বারপ্রান্তে। আমি তাদের অনুরোধ করব এতে না জড়াতে। আমিও সবাইকে অনুরোধ করবো এ ধরনের বিষয়গুলো হাইলাইট না করার জন্য। এটা আমাদের দেশের জন্য ভালো নয়।'‌ আমির খানের লাল সিং চাড্ডার সঙ্গে একই দিনে অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পাবে '‌রক্ষা বন্ধন।'‌

English summary
Akshay Kumar spoke about boycott culture in Bollywood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X