For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি আপনার ফোনে কভার ব্যবহার করছেন, সতর্ক হন না হলে বিপদে পড়বেন

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে যুগ হচ্ছে জিডিটাল যুগ। আর এই যুগে আট থেকে আশি সকলের কাছে মোবাইল ফোন থাকবেই। আর নতুন ফোন কেনার পর তার ওপরে সুন্দর কভার সবাই লাগাতে চায়। কারণ এতে মোবাইলটি সুন্দর ও পরিষ্কার পরিছন্ন থাকে। আর থাকে নিরাপদে। কিন্তু কখন ও কী একবারও ভেবে দেখেছেন কভারটি ব্যাবহার করা কী খুব দরকার।

Clear Case এর বিশেষত্ব কী

Clear Case এর বিশেষত্ব কী

আপনি ট অনেক টাকা খরচ করে সুন্দর ফোন কিনেছেন। আর মাজে মধ্যেই তো এখন স্মার্টফোন নতুন ডিজাইন ও স্টাইলে বাজারে আসছে। তবে একথাও সত্যি যে ফোনের কভার লাগালে আপান্র আসল ফোনের লুক কিন্তু একেবারেই থাকে না। মোবাইল ফোনের Clear Case এর বিশেষত্ব কী জানেন। এটি কী আপনার ফোনে ইনস্টল করা আছে। এটি কিন্তু দেখতে অত সুন্দর নয়।

 কেন ফোন তাড়াতাড়ি নষ্ট হয়

কেন ফোন তাড়াতাড়ি নষ্ট হয়

ক্লিয়ার কেসেও কিন্তু মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়। এটি ব্যবহার কারার কয়েক মাস পর এর রঙ কিন্তু হলুদ রঙের হয়ে যায়। তাহলে ভেবে দেখুন আপনি কী আপনার ফোনে ক্লিয়ার কেস ব্যবহার করবেন! কারণ কয়েক মাসের মধ্যেই কিন্তু এর লুক নষ্ট হয়ে যায়।

কভার ছাড়া ফোন হালকা লাগে

কভার ছাড়া ফোন হালকা লাগে

যদি আপনার ফোনে কভার না লাগান তাহলে কিন্তু আপনার ফোন হালকা থাকবে। এটি ব্যবহারও অনেক সহজ হবে। পকেটে খুব সহজেই নিতে পারবেন। ভারী লাগবে না। কারণ নতুন নতুন যে কভারগুলো বের হচ্ছে ওই গুলি ওজনে অনেক ভারী।

 ব্যাটারি ঠিক রাখতে কী করবেন

ব্যাটারি ঠিক রাখতে কী করবেন

যদি আপনার ফোন আপনি অনেক ক্ষণ ধরে আপনি আপনার ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোন কিন্তু গরম হয়ে উঠতে পারে। সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। আর এই সময় ফোন চার্জ দেবেন না। তাহলে আপনার ব্যাটারির কাজ করার ক্ষমতা কমে আসবে।

ধুলো জমলে কী করবেন

ধুলো জমলে কী করবেন

মোবাইল ফোনের কভারে ধুলো জমে। বিশেষ করে ফোনের পেছনে। যদি সেই ধুলো আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার ফোন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আপনি কী জানেন বাজারে ১০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ফোনের কভার কিনতে পাওয়া যায়।

 ফোনে কেন নেটওয়াকের সমস্যা হয়

ফোনে কেন নেটওয়াকের সমস্যা হয়

অনেক সময় ফোনে নেটওয়াকের সমস্যা দেখা দেয়, এর পিছনে বড় কারণ হচ্ছে মোবাইল ফোনে কভার লাগানো। আবার ওয়্যারলেস চার্জিংয়েও অনেক সময় অসুবিধা হয়। কখনোই এই ভুল গুলি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে।

English summary
many people use mobile phone covers but its not right
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X