For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে মাঙ্কিপক্স, সতর্ক করল হু

Google Oneindia Bengali News

বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। তার সঙ্গে নয়া আতঙ্ক মাঙ্কি পক্স। ভারতের কেরলে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এরপরেই দেশের আতঙ্কের পারদ বাড়তে শুরু করেছে। তবে হুয়ের চিকিৎসকরা জানিয়েছেন, মাঙ্কি পক্সের সংক্রামক ক্ষমতা অনেকটা কম। তবে এই মাঙ্কি পক্স শিশুদের বিপদের কারণ হয়ে উঠতে পারে। এইমসের চিকিৎসক একই সতর্কবার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে।

শিশুদের জন্য ভয়ানক হতে পারে মাঙ্কি পক্স

শিশুদের জন্য ভয়ানক হতে পারে মাঙ্কি পক্স

এইমসের মেডিসিন বিভাগের চিকিৎসক পীযূষ রঞ্জন বলেন, ভাইরাসটা করোনার মতো সংক্রামক নয়। সাবধানে থাকতে হবে। তা না হলে শিশুদের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান চিকিৎসক পুনম ক্ষেত্রপাল জানিয়েছেন, শিশুদের ওপর মাঙ্কি পক্স মারাত্মক প্রভাব ফেলতে পারে। করোনা ভাইরাসের মতো এতটা সংক্রামক মাঙ্কি পক্স নয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ থাকার পরেই সংক্রমণের সম্ভাবনা দেখা যায়। তবে মাঙ্কি পক্সের বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। না পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। মাঙ্কি পক্স সংক্রমণ রোধ করতে নিজেকে সতর্ক থাকতে হবে। অন্যকেও সতর্ক রাখতে হবে।

এইমসের সতর্কতা

এইমসের সতর্কতা

ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ পাওয়ার পর থেকেই সতর্ক হতে শুরু করেছে কেন্দ্র। এইমসের মেডিসিনের চিকিৎসক পীযূষ রঞ্জন দেশবাসীকে সতর্ক করে জানিয়েছেন, চিকেন পক্স ও মাঙ্কি পক্সের উপসর্গ প্রায় এক ধরনের। শুরুতে রোগীদের জ্বর হয়। জ্বরের এক দুই দিন পর থেকে শরীরে গুটি উঠতে থাকে। রোগীর মুখে, হাতের তালুতে, তলপেটে গুটি বা ফুসকুড়ি উঠতে দেখা যায়। এই ফুসকুড়ি সারা শরীরে ঢেকে যায়। এমনকী চোখের কর্নিয়াতেও ফুসকুড়ি হয়। যার ফলে আক্রান্ত অন্ধত্বের দিকে চলে যেতে পারে। পাশাপাশি শরীর, হাত, পা, মাথার তীব্র যন্ত্রণা দেখা দেয়। কেন্দ্র ও স্বাস্থ্য মন্ত্রক মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তিদের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ইঁদুর, বানরের মতো মৃত প্রাণীর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ

ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ

কেরলে মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছে। সম্প্রতি ওই ব্যক্তি সংযুক্ত আরব আমির শাহী থেকে ভারতে এসেছেন। সেখানে তিনি মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। গত কয়েক দশক ধরে আফ্রিকার বিভিন্ন দেশে মাঙ্কি পক্সের প্রকোপ বেড়েছে। গত দুই মাস আে ইংল্যন্ড প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। আমেরিকা, কানাডা, লাতিন আমেরিকার দেশগুলোয় মাঙ্কি পক্সের সন্ধান পাওয়া গেলেও ইউরোপে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।

English summary
Experts said monkeypox may more dangerous for children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X