For Quick Alerts
For Daily Alerts
এই জোকসগুলি নিশ্চিত আপনি এখনও পড়েননি!
সম্মান করি
স্ত্রী : আমি তোমার সঙ্গে কথা বলব না।
স্বামী : ঠিক আছে।
স্ত্রী : তুমি কারণটা জানতে চাইলে না তো?
স্বামী : না, আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি।

ভালবাসা কখন হয়?
মেয়ে : আচ্ছা দাদা, ভালবাসা কখন হয়?
ছেলে : যখন রাহু, কেতু এবং শনির দশা চলে, সঙ্গে মঙ্গলও খারাপ আর ভগবান তোমার সঙ্গে ইয়ারকি মারার মুডে থাকে তখন!!!
২ চাকার জন্য পার্কিং
গোলু একদিনে নিজের অটোয় করে প্রেমিকা মোলুকে নিয়ে শপিং মলে ঘুরতে গেছে।
পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে গোলু অটোর একটা চাকা খুলতে শুরু করল।
তাই দেখে মোলু : অটোর চাকা খুলছ কেন?
গোলু রেগে গিয়ে মোলুকে বলল : দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে ২ চাকার জন্য পার্কিং?