For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বর্গে পাঁচ বাঙালির আড্ডা, পরিস্থিতি এতটাই হুলুস্থুল হল যে পালিয়ে বাঁচলেন মনাদা

স্বর্গে পাঁচ বাঙালির আড্ডা, পরিস্থিতি এতটাই হুলুস্থুল হল যে পালিয়ে বাঁচলেন মনাদা

  • By Oneindia
  • |
Google Oneindia Bengali News

স্বর্গে এখন তোলপাড় অবস্থা। প্রয়াত মনাদা-কে ঘিরে জমিয়ে বসেছে আড্ডার আসর। কে নেই সেখানে অনুত্তমকুমার থেকে মৌরীদেবী, সুমাত্রা,সুনিপ্রিয়া। শুরু হল এক মজার খেলা। মনাদা সবাইকে ঘুরে ঘুরে প্রশ্ন করতে শুরু করলেন--

মনা দে- কে প্রথম কাছে এসেছে?

মৌরীদেবী - মনাদা আমি, আমি সেই টিন এজেই এসেছি

মনাদা-

কে প্রথম চেয়ে দেখেছে ?

সুমাত্রা - আমি, কোনও সন্দেহের অবকাশ নেই (অনুত্তমকুমারের দিকে ঘুরে তাকিয়) আমি ওইরকম গ্রীবা ঘুরিয়ে না তাকালে তুমি অনুত্তম হতে?

অনুত্তমকুমার (মাথা ঝাঁকাতে ঝাঁকাতে) - কিছুতেই পাই না ভেবে!

মনাদা- কে প্রথম ভাল বেসেছে?

সুনিপ্রিয়া- আরে আমি, আবার কে?

মনাদা - বুঝলাম! আচ্ছা বলতো

- ডেকেছে কে আগে?

৩ জনে একসঙ্গে--

অনুত্তমকুমার (মুচকি হেসে বলল) - আমি।

মনাদা- কে দিয়েছে সাড়া?

মৌরীদেবী, সুমাত্রা ও সুনিপ্রিয়া- ৩ জনেই মুখ চাওয়া-চাওয়ি করলো, বুঝলো ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে--

সুমাত্রা (সিগনেচার স্টাইলে বলল) - শুনি

কার অনুরাগে কে হয়েছিল দিশেহারা?

স্বর্গে পাঁচ বাঙালির আড্ডা, পরিস্থিতি এতটাই হুলুস্থুল হল যে পালিয়ে বাঁচলেন মনাদা

---- অনুত্তম বুঝল হাওয়া খারাপ, সুমাত্রা ফাঁসিয়ে দেবে তাই সেফ খেললো---

অনুত্তমকুমার- কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি?

---
সুনিপ্রিয়া আর মৌরীদেবী দেখলেন আরে এ তো একপেশে হয়ে যাচ্ছে মর্তের মতো ---

সুনিপ্রিয়া ও মৌরীদেবী সমস্বরে বলে উঠলেন-- আমরা কি বানের জলে ভেসে এসেছি মনাদা?

---- মনাদা দেখলো এতো মহা হ্যাপা---

মনাদা- সবুর কর, দেখছি কি করা যায়,
তা বাপু বলতো -
কে প্রথম কথা দিয়েছিলে?

মৌরীদেবী (লাফিয়ে উঠে)-- এটা জিজ্ঞেস করার কী আছে? সবাই জানে আমি...

মনাদা-- আরে সে তো সবাই জানে, তুমি পুরো প্রশ্নটা আগে শোনো -
দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছিলে?

--- একাকার করার কথা শুনে দুই সু একটু ঘেঁটে গেল--

সুনিপ্রিয়া (ভারি গলায় বলল) - মনাদা! উত্তম কারুর একার ছিল না, এটা সবাই জানে, ওই সময় কতো মেয়েরা যে ওকে মনে মনে স্বামী ভেবেছিল তা গুনে শেষ করা যাবে না....

অনুত্তম-- মুচকি হাসলো---

মনাদা- হুম! বুঝলাম, তা বাপু একটু খোলসা করে বলতো-

শুরু হল কবে এতো চাওয়া পাওয়া?

মৌরীদেবী- ওকে জিজ্ঞেস করুন আমি বেশী কিছু চাইতাম না

সুমাত্রা বুদ্ধিমতী, তাই বলল -- চাওয়া পাওয়া- ওটা তো ছবি জিজ্ঞেস করার কি আছে?

মনাদা বুঝলেন এরা খুব দুষ্টু, তাই বললেন- আচ্ছা বলতো কখন শুরু হয়েছিল -
একি অনুভবে একি গান গাওয়া?

- সুমাত্রা ফুল ফর্মে বলল আরে ওই পথ যদি না শেষ হয় গানটা থেকে

-------- মৌরীদেবীর মুখ গোমরা হয়ে গেল, সুনিপ্রিয়া রাগে ফুঁসছে----

মনাদা- শেষ প্রশ্ন তার পরেই রেজাল্ট -
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছে?

সুনিপ্রিয়া- আমি, আর কে, সেই কবে ও চলে গেল, আমি এতোদিন হারানো মন খুঁজে বেড়িয়েছি, সব শেষে এতোদিন বাদে ফিরে পেলাম।

---------------- সবাই চুপ মনাদা গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে,
কিছু বাদে বললেন-

অনুত্তম তুমি হলে বাঙালীর কেষ্ট ঠাকুর,
মৌরী তুমি হলে রুক্মিণী,

সুমাত্রা- সুনিপ্রিয়া-- তোমাদের মধ্যে টাই, নিজেরা ডিসাইড করো
কে রাধা, কে মীরা...
আমি পালাই.....

মনাদা- পালিয়ে যাবার রাস্তা ধরি, গাইতে গাইতে দৌড় মারলেন.....

(সংগৃহীত)

English summary
Jokes on five Bengalis who gathered in heven
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X