For Quick Alerts
For Daily Alerts
রাত জেগে বিশ্বকাপ দেখলে হতে পারে এই হাল

রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখে সাতসকালে অফিস।
সিটে বসে আধো ঘুমে অস্ফুটে বিড়বিড় করছিলেন হরিপদ দা - ''এত বড়..... এত গোল......!
"
পাশে বসা মহিলা আঁচল সামলে হঠাৎ চীৎকার করে উঠলেন - ''হারামজাদা.. ইতর.. জানোয়ার.. বাড়িতে মা বোন নেই...!"
উত্তেজিত জনতা যখন চ্যাংদোলা করে হরিপদদাকে বাস থেকে ছুঁড়ে ফেলল, তখনও উনি বিড়বিড় করছেন -
"এত বড় দল ... এত গোল খেলো ...!!"
(সংগৃহীত)