For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৩- এ অর্থনীতির দোহাই দিয়েই বিশ্বজুড়ে চলছে কর্মী ছাঁটাই! গোটা পরিস্থিতি রীতিমত চমকে দেবে

২০২৩- এ অর্থনীতির দোহাই দিয়েই বিশ্বজুড়ে চলছে কর্মী ছাঁটাই! গোটা পরিস্থিতি রীতিমত চমকে দেবে

  • |
Google Oneindia Bengali News

২০২৩ - এর শুরুটা ভালো ভাবে শুরু হলেও একটা বড় অংশের চাকরিজীবীদের কাছে তা মোটেই ভালো নয়। বরং একরাশ চিন্তার মধ্যেই শুরু হয়েছে নতুন একটা বছর। কারণ ২০২২ এর শেষের দিকে থেকেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। আর এর ফলে একাধিক বেসরকারি সংস্থায় শুরু হয় কর্মী ছাঁটাই। এমনকি ফেসবুক-অ্যামাজনের মতো বড় কোম্পানিতেও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। যার ফলে কর্মসংস্থানে বড় একটা ধাক্কা লেগেছে। আর সেই পরিস্থিতি ২০২৩ এর শুরুতেই চিন্তায় রাখছে কর্মীদের বড় অংশকে। বছর শুরুতেই একাধিক সংস্থা নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে।

এক নজরে সার্বিক ছবিটাই এই প্রতিবেদনে তুলে ধরা হল-

Amazon

Amazon

বিশ্বের অন্যতম বড় ই-কর্মাস সংস্থা Amazon। নতুন করে ১৮ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে। যদিও গত বছর অর্থাৎ ২০২২ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয় সংস্থার তরফে। কার্যত অর্থনৈতিক অবস্থার দোহাই দিয়েই এই কর্মী ছাঁটাই শুরু হয়েছে। অন্যদিকে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়াও অ্যামাজনের তরফে স্থগিত করে দেওয়া হয়েছে। এমনকি বেতন বৃদ্ধির প্রক্রিয়াও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর।

HP

HP

বিশ্বের অন্যতম বড় কম্পিউটার নির্মাণ সংস্থা। তাঁরাও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। পার্সোনাল কম্পিউটারের চাহিদা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ফলে কোম্পানির মুনাফাতে বড় ধাক্কা লেগেছে। এই অবস্থায় ছয় হাজার কর্মী ছাঁটাই করা হবে। তবে আগামী তিন বছরের সংস্থা তাঁর কাজের জায়গা ছোট করবে বলে খবর।

Intel

Intel

বিশ্বের অন্যতম বড় চিপ মেকার (chipmaker) সংস্থা Intel। সেখানেও কর্মী ছাঁটাইয়ের কোপ। শুধু তাই নয়, ব্যায় কমানোর ক্ষেত্রে একাধিক পদক্ষেপ সংস্থার তরফে নেওয়া হয়েছে বলে খবর। এমনকি সংস্থার নতুন প্ল্যান্ট তৈরির খরচও কাটছাঁট করা হচ্ছে বলে খবর।

Kraken

Kraken

অন্যতম বড় crypto এক্সচেঞ্জ সংস্থা Kraken। সেখানেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে। সংস্থার মোট কর্মীর ৩০ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। আর এই অবস্থায় প্রায় এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হবে বলে খবর।

Meta

Meta

বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম Facebook-এর মূল সংস্থা Meta-ও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। কার্যত সংস্থার ইতিহাসে প্রথম যেখানে এই ছাঁটাই হচ্ছে। আর সেই মতো প্রায় ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই হচ্ছে বলে খবর। এমনকি ফ্রিজ করে দেওয়া হয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়াও। তবে ছাঁটাই প্রসঙ্গে মুখ খুলেছেন মেটার CEO Mark Zuckerberg। শুধু তাই নয়, এই ছাঁটাইয়ের জন্যে নিজেকেই দায়ী করেছেন ফেসবুক কর্তা।

Dapper Labs Inc.

Dapper Labs Inc.

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছেন Dapper Labs Inc- এর প্রতিষ্ঠাতা এবং সিইও Roham Gharegozlou। মোট কর্মীর ২২ শতাংশ কর্মী ছাঁটাই করতে সংস্থা বাধ্য হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। অর্থনৈতিক অবস্থা এবং সংস্থার একাধিক অপারেশনাল চ্যালেঞ্জকে দায়ি করেছেন এই ছাঁটাইয়ের জন্য।

এছাড়াও Digital Currency Group, DoorDash, Galaxy Digital-এর মতো সংস্থাতেও ব্যাপক ভাবে কর্মী ছাঁটাই হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। শুধু বড় সংস্থাই, কর্মী ছাঁটাই করছে একাধিক ছোট সংস্থাও।

English summary
world economy 2023 many tech companies doing lay off giving reason of economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X