For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য পুলিশে অয়্যারলেস অপারেটর, শ'য়ে শ'য়ে নিয়োগ

পুলিশের (west bengal police) অয়্যারলেস অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি নম্বর ২০২১/৮। আবেদন করতে হবে অনলাইনে। যে কোনও ভারতীয় এব্যাপারে আবেদন করতে পারবেন।

  • |
Google Oneindia Bengali News

পুলিশের (west bengal police) অয়্যারলেস অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি নম্বর ২০২১/৮। আবেদন করতে হবে অনলাইনে। যে কোনও ভারতীয় এব্যাপারে আবেদন করতে পারবেন।

বিয়ের অনুষ্ঠানের রুটি তৈরির সময় থুতু, ভিডিও হল ভাইরালবিয়ের অনুষ্ঠানের রুটি তৈরির সময় থুতু, ভিডিও হল ভাইরাল

শূন্যপদ

শূন্যপদ

মোট শূন্যপদের সংখ্যা ১২৫১ । এর মধ্যে অসংরক্ষিত পুরুষ ৬১৮, অসংরক্ষিত মহিলা ৬৮, তফশিলি জাতি পুরুষ ২৪৮, তফশিলি জাতি মহিলা ২৮, তফশিলি উপজাতি পুরুষ ৬৮, তফশিলি উপজাতি মহিলা ৮, ওবিসি-ও পুরুষ ১১৩, ওবিসি-এ মহিলা ১২, ওবিসি-বি পুরুষ ৭৯, ওবিসি বি মহিলা ৯।

বয়সসীমা

বয়সসীমা

১ জানুয়ারি ২০২১ অনুযায়ী, সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়া তফশিলি জাতি উপজাতিদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক গঠন

শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক গঠন

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কিংবা অনুমোদিত সমতুল প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় (ফিজিক্স ও অঙ্ক-সহ) উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পাশ হতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে। বাংলা লিখতে, পড়তে ও বলার ক্ষমতা থাকতে হবে। ( দার্জিলিং এবং কালিম্পং-এর স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। )

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি, ওজন হতে হবে ৫৬ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে ৮৩ সেমি)। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৮ কেজি।
গোর্খা, রাজবংশী, তফশিলি উপজাতিদের জন্য যথাক্রমে ১৬০ সেমি, ৫২ কেজি এবং ৭৬ সেমি( ফুলিয়ে ৮১ সেমি)। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি এবং ওজন ৪৫ কেজি।

শারীরিক সক্ষমতা যাচাইয়ে পুরুষদের ক্ষেত্রে ৩ মিনিটে ৮০০ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়তে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

২২ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ করা শুরু হবে অনলাইনে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০২১-এর ২২ মার্চ।

প্রত্যেক প্রার্থীকে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। wbpolice.gov.in থেকে আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এবং অনলাইনে আবেদন করা যাবে।
http://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_Wireless%20Operator.pdf

পরীক্ষার ফি

পরীক্ষার ফি

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ২৫০ টাকা + প্রসেসিং ফি ২৫ টাকা। তবে তফশিলি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে ২৫ টাকা দিতে হবে।

পরীক্ষার পদ্ধতি

পরীক্ষার পদ্ধতি

প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। ( এর মধ্যে সাধারণ জ্ঞান ৪০, অঙ্ক ২০, ফিজিক্যাল সায়েন্স ২০, লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং ২০ নম্বর। প্রতি চারটি ভুলের জন্য একনম্বর করে কাটা যাবে। যাঁরা এই পরীক্ষায় সফল হবেন, তাঁদের মেইন পরীক্ষায় ডাকা হবে। সেখানে ৮৫ নম্বরের পরীক্ষায় ফিজিক্স ও অঙ্ক ৭০ এবং ল্যাঙ্গুয়েজ ১৫ নম্বরের পরীক্ষা হবে। পার্সোনালিটি টেস্ট হবে ১৫ নম্বরের।

English summary
West Bengal police will recruit hundresds as wireless operator
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X