SBI JOB: একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক! রইল খুঁটিনাটি সমস্ত তথ্য
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। দেশের অন্যতম বড় এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। এবার আরও একবার সেই সুযোগ সামনে এসেছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত মাসেই। ব্যাঙ্কের তরফ থেকে নোটিস দেওয়া হয়েছে অফিসার পদে নিয়োগের জন্য।
মোট ৩৫ জন অফিসারের পদে নিয়োগ করা হচ্ছে। ২৭ এপ্রিল থেকেই নিয়োগ প্রক্রিয়া শুর হয়েছে। চলতি মাসেই শেষ হচ্ছে আবেদনের সময়সীমা। তাই দেরি না করে দ্রুত আবেদন করতে হবে।

শূন্যপদ--
মোট ৩৫ টি শূন্যপদ রয়েছে স্টেট ব্যাঙ্কের স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে। তার মধ্যে ২৯ জনকে আপাতত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে ও ৭ জনের মিলবে স্থায়ী চাকরি।

আবেদনের প্রক্রিয়া-------
https://bank.sbi/ওয়েব/careers- এই লিঙ্কে ক্লিক করতে হবে। সেখান থেকেই পাওয়া যাবে আবেদনের ফর্ম। সেটাই পূরণ করে চাকরির জন্য আবেদন করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে আবেদন ফি। একটি ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে ওই ফর্মের সঙ্গে। সম্প্রতি তুলেছেন এমন একটি ছবি দিতে হবে ফর্মের সঙ্গে। যেহেতু অনলাইনে আবেদন করছেন তাই ছবি ও স্বাক্ষর ছাড়া আবেদন গৃহীত হবে না। আবেদন যদি সফল হয় তাহলে অনলাইন ফর্মের একটি প্রিন্ট আউট বের করতে হবে।

আবেদনের ফি বা মূল্য----
জেনারেল ও ওবিসি প্রার্থীরা ৭৫০ টাকা দেবেন আবেদন মূল্য হিসেবে। তফশিলী জাতি, উপজাতির চাকরিপ্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

শেষ তারিখ কবে? ---
২৭ এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৭ মে। ১৬ জুন থেকে অ্য়াডমিট কার্ড পাওয়া যাবে। সম্ভবত ২৫ জুন অনলাইনে হবে নিয়োগের পরীক্ষা।