ইএসআইসির পশ্চিমবঙ্গ-সিকিম রিজিয়নে কয়েকশো নিয়োগ! বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রকের অধীনস্ত এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের (ESIC) পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নে (West Bengal and Sikkim region) আপার ডিভিশন ক্লার্ক (UDC), স্টেনোগ্রাফার (Steno), মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কয়েকশো নিয়োগ (recruitment) করা হবে। এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২২।

শূন্যপদের সংখ্যা
- আপার ডিভিশন ক্লার্কের ১১৩ টি শূন্যপদের মধ্যে ৫৭ টি অসংরক্ষিত। ২৫ টি এসসি, ৫ টি এসটি, ওবিসি ১৫ টি এবং ইডব্লুএস-এ ১১ টি পদ রয়েছে।
- স্টেনোগ্রাফারের ৪ টি শূন্যপদের মধ্যে ২ টি অসংরক্ষিত। ১ টি এসসি, ১ টি এসটিদের জন্য সংরক্ষিত।
- মাল্টি টাস্কিং-০এর ২০৩ টি শূন্যপদের মধ্যে ৮২ টি অসংরক্ষিত। ৪৯ টি এসসি, ৯ টি এসটি, ৪৩ টি ওবিসি এবং ২০ টি ইডব্লুএস-দের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা
- আপার ডিভিশন ক্লার্কের জন্য সেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে মাইক্রোসফট অফিস-সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
- স্টেনোগ্রাফার পদের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও প্রতি মিনিটে ৮০ টি শব্দ ডিকটেশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
- মাল্টি টাস্কিং স্টাফদের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে।

বয়সসীমা
- ইউডিসি এবং স্টেনোপদের জন্য ১৫ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ১৭ বছরের মধ্যে।
- মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য ১৫ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- এছাড়া তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতনক্রম
ইউডিসি এবং স্টেনোপদের জন্য জন্য সপ্তম বেতন কমিশনের পে লেভেন ৪ অনুসারে ২৫,৫০০ থেকে ৮১,১০০ এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য পে লেভেল ১ অনুসারে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। এর সঙ্গে অন্য সরকারি ভাতা যুক্ত হবে।

পরীক্ষা পদ্ধতি
- ইউডিসি পদের জন্য প্রিলিমিনারিতে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-এর ২৫ টি প্রশ্নে ৫০ নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসের ২৫ টি প্রশ্নের জন্য ৫০ নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড-এর ২৫ টি প্রশ্নের জন্য ৫০ নম্বর, ইংরেজি কম্প্রিহেনশনের ২৫ টি প্রশ্নের জন্য ৫০ নম্বরের পরীক্ষা। সব মিলিয়ে ১০০ টি প্রশ্নের ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে ১ ঘন্টা সময়ে।পাশ করলে একই বিষয়ে ২০০ টি প্রশ্নের ২০০ নম্বরের উত্তর দিতে হবে ২ ঘন্টা, মেইন পরীক্ষায়। এছাড়াও কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে। ২ টি পাওয়ার পয়েন্ট স্লাইডে ১০ নম্বর, এমএস ওয়ার্ড টাইপে ২০ নম্বর, এমএস অফিস শিট চৈরিতে ২০ নম্বর থাকবে। এখানে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে ৩০ মিনিটে।
- স্টেনোগ্রাফার পদের মেইন পরীক্ষায় ৭০ মিনিটে ইংরেজি কমপ্রিহেনশনের ১০০ টি প্রশ্নের জন্য ১০০ নম্বর, রিজনিং এবিলিটির ৫০ টি প্রশ্নে ৫০ নম্বরের পরীক্ষায় ৩৫ মিনিটে এবং জেনারেল অ্যাওয়ার নেসের ৫০ টি প্রশ্নের ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে ২৫ মিনিটে। এছাড়াও স্কিল টেস্টের মধ্যে রয়েছে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট ৫০ নম্বর এবং হিন্দি ৬৫ নম্বর।
- মাল্টি টাস্কিং পদের জন্য জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-এর ২৫ টি প্রশ্নে ৫০ নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসের ২৫ টি প্রশ্নের ৫০ নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউডের ২৫ টি প্রশ্নের ৫০ নম্বর, ইংরেজি কমপ্রিহেনশনের ২৫ টি প্রশ্নের ৫০ নম্বর। সবমিলিয়ে ১ ঘন্টায় ২০০ নম্বরের উত্তর দিতে হবে। পাশ করলে মেইন পরীক্ষায় একই বিষয়ের ওপরে ২ ধন্টায় ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

আবেদন ও আবেদনের ফি
উপযুক্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে অনলাইনে আবেদন করার আগে মাপ মতো ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, প্রয়োজনীয় নথির কপি, নিজের হাতে লেখা ডিক্লারেশন ফর্মের স্ক্যান করে রাখতে হবে। সেগুলি আপলোড করতে হবে। অনলাইনে, রেজিস্ট্রেশন ও আবেদন পূরণ হওয়ার পরে অনলাইনেই ফি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনের প্রিন্টআউট রেখে দিতে হবে।
অনলাইনে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। এসসি, এসটি প্রার্থীদের ফি ২৫০ টাকা।
আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.esic.nic.in/attachments/recruitmentfile/d1ccb701e33f11136894a33452f14ea0.pdf