For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশে ওড়ার স্বপ্ন সফল হবে, শতাধিক পদে নিয়োগ শুরু, দ্রুত আবেদন করুন

দেশের মাটি রক্ষা করার জন্য লড়াই করার স্বপ্ন দেখেন অনেকেই। আর সেই লড়াই যদি আকাশপথে হয়, তাহলে তো কথাই নেই! অসীম সাহসিকতা নিয়ে যুদ্ধবিমান চালানোর কথা ভাবেন অনেকেই, তবে তার জন্য যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, তা সবার

  • |
Google Oneindia Bengali News

দেশের মাটি রক্ষা করার জন্য লড়াই করার স্বপ্ন দেখেন অনেকেই। আর সেই লড়াই যদি আকাশপথে হয়, তাহলে তো কথাই নেই! অসীম সাহসিকতা নিয়ে যুদ্ধবিমান চালানোর কথা ভাবেন অনেকেই, তবে তার জন্য যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, তা সবার পক্ষে পার করা সম্ভব হয় না।

এবার সেই সুযোগই এল সামনে। সুযোগ এল বায়ুসেনায় চাকরির। একদিকে স্বপ্নের চাকরি, তার ওপরে সরকারি সুযোগ-সুবিধা। তাই এই চাকরির সুযোগ না হারানোই ভাল।

 শূন্যপদ

শূন্যপদ

মোট ২৭০ টিরও বেশি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। যোগ্যতা প্রমাণ করার জন্য তাই অবিলম্বে আবেদন করুন। এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ২৭০ টি পদে নিয়োগ হবে, আর বিশেষভাবে নিয়োগ করা হবে ১৩ জনকে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

AFCAT এন্ট্রির মাধ্যমে বিমানে উড়তে চাইলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ভৌত বিজ্ঞান ও অঙ্ক নিয়ে পড়াশোনা করতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই হবে। বিই বা বিটেক ডিগ্রি থাকলেও করা যাবে আবেদন।

টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটির জন্য একাদশ-দ্বাদশ শ্রেণিতে স্তরে ভৌত বিজ্ঞান ও অঙ্কে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যায় অন্তত চার বছরের স্নাতক বা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

NCC স্পেশ্যাল এন্ট্রির মাধ্যমে বিমানে উড়তে চাইলে NCC এয়্য়ার উইং সিনিয়র ডিভিশন 'C' সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীর। আবহাওয়াবিদ্যা এন্ট্রির ক্ষেত্রে কোনও বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে।

 বয়স সীমা

বয়স সীমা

২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে বয়স। প্রায় সবকটি নিয়োগের ক্ষেত্রেই একই নিয়ম। তবে পদের ভিত্তিতে এই বয়স কিছুটা হেরফের হতে পারে বলে জানা গিয়েছে।

আবেদন মূল্য :

আবেদন মূল্য :

AFCAT এন্ট্রির জন্য ২৫০ টাকা আবেদনমূল্য দিতে হবে। NCC স্পেশ্যাল এন্ট্রি ও আবহাওয়াবিদ্যায় এন্ট্রির ক্ষেত্রে কোনও আবেদন মূল্য দিতে হবে না।

বেতন :

বেতন :

লেভেল ১০ এর ক্ষেত্রে ৫৬ হাজার ১০০ থেকে ১ লক্ষ ১০ হাজার ৭০০ পর্যন্ত হবে বেতন।

আবেদনের শেষ তারিখ :

আবেদনের শেষ তারিখ :

৩০ জুন অবধি আবেদন করা যাবে। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

English summary
Recruitment in Indian Air Force starts, know vacancy, salary and more
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X