For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আচমকা, গত দুই সপ্তাহে ছাঁটাই মাইক্রোসফটের ১৮০০ কর্মী

Google Oneindia Bengali News

সবে করোনার ধাক্কা কেটেছে একটু। ধীরে ধীরে শুরু হয়েছে নিউ নর্মাল। চাকরি যাওয়া নিয়ে ভয় কমতে শুরু করেছে। অনেক সংস্থান ওয়ার্ক ফ্রম হোমকে বানিয়েছে অফিসের নতুন সিস্টেম। বলা চলে প্রথম লকডাউনে যে পরিমাণ মানুষ কাজ হারাচ্ছিলেন সেটা আসতে আসতে ঠিক জায়গায় আসতে শুরু করেছিল। তার মধ্যেই একসঙ্গে ১৮০০ কর্মী ছাঁটাই করল মাইক্রোসফটের মতো সংস্থা।

আচমকা, গত দুই সপ্তাহে ছাঁটাই মাইক্রোসফটের ১৮০০ কর্মী

বিগত কয়েক মাস ধরে বেশ কিছু স্টার্টআপ কোম্পানি এমন কর্মী ছাঁটাই করছে বলে খবর মিলছিল। এবার মাইক্রোসফট এক ধাক্কায় ছাঁটাই করল ১৮০০ জনকে। সংস্থার অর্থবর্ষের হিসাব শেষ হয়েছে ৩০ জুন । কর্মী ছাটাই শুরু হয়েছে তখন থেকেই। বলা যেতে পারে নতুন মাস পড়ার আগেই শুরু হয় ছাঁটাই পর্ব। আর দুই সপ্তাহ যেতে না যেতে দেখা যাচ্ছে যে ১৮০০ জনকে সরিয়ে দিয়েছে আইটি কোম্পানি। বিজনেস গ্রুপ ও কর্মীদের ভূমিকাকে নতুন করে সাজানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। সংস্থার তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে সংস্থার উন্নতির জন্য এই কাজ। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। ছাঁটাই করে বাকি কর্মীতেই তাঁরা কাজ চালাবেন এমনটা নয়। উলটে পুরো নিয়োগ হবে নতুন করে। বরং গত বছরের চেয়ে বেশি নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

মাইক্রোসফটে কাজ করেন ১ লক্ষ ৮০ হাজার কর্মী। সেই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে ছাঁটাই হয়েছেন ১৮০০ জন। হিসাব বলছে ছাঁটাই করা হয়েছে মাত্র এক শতাংশ। সেদিক থেকে এটা এমন কিছু বেশি নয়। তাঁরা বলেছেন যে , "আমরা খুব একটা বেশি কর্মী ছাঁটাই করিনি। প্রত্যেক সংস্থা আরও ভালো করার চেষ্টা করে। আমরাও করছি। এতে পরিবর্তন আসবে। তার জন্য আপাত দৃষ্টিতে অনেক কিছু মনে হতে পারে। কিন্তু সেটা আসলে নয়। আমাদের বাণিজ্যিক লক্ষ্য গ্রাহক ও সংস্থার অংশীদারদের সঙ্গে আলোচনা করি। সেই জন্যই এই কাজ করা হয়েছে। তবে আমরা যত সংখ্যক ছাঁটাই হয়েছে পুরোটাই নতুন করে নিয়োগ করব। আগের বারের চেয়ে বেশি নিয়োগ হতে পারে।"

ঘটনা হল সম্প্রতি ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস- সকলেই বাজারের মন্দা নিয়ে সতর্ক করেছিলেন। সতর্কবার্তাই সত্যি করছে এই ঘটনা তা বলা যেতেই পারে।

করোনার বাড়বাড়ন্তর মাঝে নয়া আতঙ্ক মাঙ্কিপক্স, দেশের মধ্যে কেরলে প্রথম আক্রান্ত যুবককরোনার বাড়বাড়ন্তর মাঝে নয়া আতঙ্ক মাঙ্কিপক্স, দেশের মধ্যে কেরলে প্রথম আক্রান্ত যুবক

English summary
it company microsoft sack 1800 workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X