For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ হাজার কর্মচারীকে ছাঁটাইয়ের ঘোষণা গুগলের! নিজের কাঁধেই দায় নিলেন সুন্দর পিচাই

মাইক্রোসফট, অ্যামাজনের পর গুগল! এক ধাক্কায় ১২ হাজার কর্মচারীকে ছাঁটাই করার ঘোষণা করল গুগলের মূল সংস্থা Alphabet।

  • |
Google Oneindia Bengali News

মাইক্রোসফট, অ্যামাজনের পর গুগল! এক ধাক্কায় ১২ হাজার কর্মচারীকে ছাঁটাই করার ঘোষণা করল গুগলের মূল সংস্থা Alphabet। সংস্থার প্রায় ৬ শতাংশ কর্মীকে ছাঁটাই করার কথা মেলের মাধ্যমে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। আজ শুক্রবার সেই মেল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, সাম্প্রতিক কালে প্রচুর নিয়োগ করা হয়েছে। তবে এমন অর্থনীতির মুখোমুখি হতে হবে এর আগে ভাবা যায়নি বলেই মত গুগল সিইও। আর এই দায় সুন্দর পিচাই নিজে তাঁর কাঁধে নিয়েছেন বলেই জানিয়েছেন।

১০ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের কথা ঘোষণা

১০ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের কথা ঘোষণা

কয়েকদিন আগেই ১০ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে মাইক্রোসফট। গুগলের একাধিক টিম থেকে প্রচুর কর্মীর চাকরি যাচ্ছে। এইচআর টিম থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট টিম থেকেও কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে। শুধু আমেরিকাই নয়, বিশ্বের একাধিক দেশের গুগল কর্মীদের উপর এর প্রভাব পড়েছে বলেই খবর। রীতিমত কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। চাকরিটা থাকবে তো? যদিও গুগল এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিয়তা দিতে পারছে না।

অর্থনৈতিক একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অর্থনৈতিক একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গুগল এবং মাইক্রোসফট আর্টিফেসিয়াল ইন্টিলেজেন্সের সফটওয়্যার তৈরি করতে অনেক টাকা বিনিয়োগ করেছে। আর তাতেই সংস্থাতে অর্থনৈতিক একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এর জেরেই এভাবে কর্মী ছাঁটাই সংস্থাকে করতে হচ্ছে বলে মনে করা হচ্ছে। গুগলের সিইও সুন্দর পিচাই এক বিবৃতি জানাচ্ছেন, আমাদের সামনে একটা বিরাট সুযোগ। সংস্থা ফের একবার ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন তিনি। শুধু তাই নয়, এআই'তে যে বিশাল বিনিয়োগ করা হচ্ছে এর ফল পাওয়া যাবে বলেই মনে করছেন

 আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে

আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে ফেসবুক তাদের কর্মসংস্থানের বড় একটা অংশকে ইতিমধ্যে ছেঁটে ফেলার ঘোষণা করেছে। ফেসবুকের ইতিহাসে এটা নাকি প্রথম এমন সিদ্ধান্ত। শুধু তাই নয়, ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে ইন্টেল, এইচসিএল, অ্যামাজন সহ একাধিক বড় সংস্থা। এমনকি গত কয়েকদিন আগেই প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে মাইক্রোসফটও। শুধু আন্তজাতিক সংস্থাগুলিই নয়, একাধিক ভারতী সংস্থাও ইতিমধ্যে ছাঁটাই করতে শুরু করেছে। স্নেপচ্যাট, গো ম্যাকানিকস সহ একাধিক দেশীয় সংস্থা সেই তালিকাতে যুক্ত রয়েছে। এই অবস্থায় ক্রমশ আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। শুধু তাই নয়, আগামিদিনে কর্মসংস্থান নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

English summary
lay off stories 2023: google to cut 12000 jobs, sends letter to employee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X