For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গভীর হচ্ছে আশঙ্কার কালো মেঘ! ১১ হাজার কর্মীকে ছাঁটাই করছে বিল গেটসের সংস্থা

গভীর হচ্ছে আশঙ্কার কালো মেঘ! ১১ হাজার কর্মীকে ছাঁটাই করছে বিল গেটসের সংস্থা

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি! এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলছে Microsoft। ইতিমধ্যে কর্মী ছাঁটাই করবে বলে ঘোষণা করেছে অ্যামাজন, ফেসবুক সহ একাধিক সংস্থা। এবার সে পথে হেঁটেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ধনকুবের বিল গেটস প্রতিষ্ঠিত সংস্থাটির। প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে প্রযুক্তির দুনিয়ার জায়েন্ট Microsoft।

যদিও এই বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে ব্লুমবার্গের প্রকাশিত খবর অনুযায়ী, সংস্থা তাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনে এই ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে পারে। আর এই খবর সামনে আসার পরেই আশঙ্কার কালো মেঘ আরও গভীর হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

৫ শতাংশকে ছেঁটে ফেলতে চলেছে

৫ শতাংশকে ছেঁটে ফেলতে চলেছে

মাইক্রোসফ বিশ্বের অন্যতম বড় সংস্থা। আর সেখানে কর্মী ছাঁটাই যদিও নতুন কিছু নয়। ২০২২ সালে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করে মাইক্রোসফট। গোটা বিশ্বেই একাধিক বিভাগ থেকে ছাঁটাই করে। যদিও পরিস্থিতি এখন নাকি পুরোটাই আলাদা। জানা যাচ্ছে, বিল গেটসের Microsoft এবার মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশকে ছেঁটে ফেলতে চলেছে। আর সেই সংখ্যাটা নেহাত কম নয়। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে সংস্থা। গোটা বিশ্বেই এই ছাঁটাই হবে। ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগের কর্মীদেরই প্রাথমিক ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে Amazon

কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে Amazon

অন্যদিকে খারাপ অর্থনীতির উদাহারণ টেনে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে Amazon। প্রায় ১৮ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে সংস্থা। ইউরোপ সহ বিশ্বের একাধিক ক্ষেত্রে এই ছাঁটাই হবে বলে সিদ্ধান্ত সংস্থা নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে আজ ১৮ জানুয়ারি থেকেই কর্মীদের জন্য সংস্থা বিশেষ বার্তা দিতে পারে বলে জানা যাচ্ছে। যদিও গত বছর অর্থাৎ ২০২২ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয় সংস্থার তরফে। কার্যত অর্থনৈতিক অবস্থার দোহাই দিয়েই এই কর্মী ছাঁটাই শুরু হয়েছে। অন্যদিকে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়াও অ্যামাজনের তরফে স্থগিত করে দেওয়া হয়েছে। এমনকি বেতন বৃদ্ধির প্রক্রিয়াও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর।

একাধিক ভারতীয় সংস্থাও করছে কর্মী ছাঁটাই

একাধিক ভারতীয় সংস্থাও করছে কর্মী ছাঁটাই

শুধু অ্যামাজন কিংবা মাইক্রোসফটই নয়, ইতিমধ্যে মেটা থেকে শুরু করে একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সেই তালিকাতে রয়েছে একাধিক ভারতীয় সংস্থাও। তালিকায় রয়েছে স্নেপচ্যাট, মোজোর মতো একাধিক সংস্থাও। এছাড়াও বিশ্বের অন্যতম বড় কম্পিউটার নির্মাণ সংস্থা HP। তাঁরাও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। পার্সোনাল কম্পিউটারের চাহিদা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ফলে কোম্পানির মুনাফাতে বড় ধাক্কা লেগেছে। এই অবস্থায় ছয় হাজার কর্মী ছাঁটাই করা হবে। পাশাপাশি ইন্টেলও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। এই অবস্থায় আগামিদিনে পরিস্থিতি কোনদিকে গড়াবে তা ভেবেই ভয় পাচ্ছেন বিশ্লেষকরা।

English summary
lay off in 11,000 Microsoft, 11,000 job cut from software company
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X