For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Girl Hackathon: Google-এ চাকরি পাওয়ার দারুন সুযোগ! করতে হবে শুধু এই কাজ

গুগলে চাকরি পাওয়ার (Jobs In Google) যারা স্বপ্ন দেখে থাকেন তাদের জন্যে অবশ্যই বড় খবর। বিশেষ করে যে সমস্ত মহিলারা গুগলে চাকরির করার ইচ্ছা রাখেন তাঁদের জন্যে অবশ্যই ভালো খবর।

  • |
Google Oneindia Bengali News

Girl Hackathon, Google Jobs- গুগলে চাকরি পাওয়ার (Jobs In Google) যারা স্বপ্ন দেখে থাকেন তাদের জন্যে অবশ্যই বড় খবর। বিশেষ করে যে সমস্ত মহিলারা গুগলে চাকরির করার ইচ্ছা রাখেন তাঁদের জন্যে অবশ্যই ভালো খবর।

International Women's Day- এই দিনে গুগল মেয়েদের জন্যে Google Girl Hackathon-এর জন্যে সরকারি (Google Jobs) ভাবে ঘোষণা করেছে। আর এর মধ্যে পড়ুয়াদের যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাঁদের গুগলে চাকরির পাওয়ার সুযোগ থাকবে। তবে পাঠকদের সুবিধার জন্যে বলা হহচ্ছে যে গুগলে চাকরি করে একাধিক সুবিধার (Jobs In Google) লাভ তোলা সম্ভব।

জরুরি তথ্য -

জরুরি তথ্য -

গুগল ইন্ডিয়ার (Google India) তরফ থেকে ছাত্রীদের জন্যে Women Coders- Girl Hackathon প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে অ্যাপ্লিকেশন প্রেসেসও শুরু হয়ে গিয়েছে। যদিও International Women's Day-সামনে রেখে এমন একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। তবে গুগলের এই পদক্ষেপ সত্যিই গুরুত্বপূর্ণ। গুগল ইন্ডিয়ার Women Coders- Girl Hackathon প্রতিযোগিতায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার মহিলাদের নগদ টাকাও (Cash Prize) দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন-

কারা আবেদন করতে পারবেন-

Google India-এর তরফে হতে চলা এই প্রতিযোগিতায় (Google Girl Hackathon) অংশ নিতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর সেজন্যে buildyourfuture.withgoogle.কমে- ক্লিক করতে হবে বলে জানানো হয়েছে। Google Girl Hackathon- এই প্রতিজগিতায় সেই সমস্ত ছাত্রীরাই অংশ করতে পারবেন যারা কম্পিউটার সায়েন্স এবং আইটি সংক্রান্ত বিষয়ে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করেছেন। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবশ্যই ৯ মার্চের মধ্যে আবেদন করতে হবে আবেদনকারীকে।

কোডিংয়ের বিষয়ে জ্ঞান থাকতে হবে-

কোডিংয়ের বিষয়ে জ্ঞান থাকতে হবে-

Google Girl Hackathon- এই প্রতিযোগিতা আগামী ১৯ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে হবে। তিনটি পর্যায়ে এই প্রতিযোগিতা হবে। যেখানে ভারতীয় ছাত্রদের একটি Coding Skills দেখাতে হবে। শুধু তাই নয়, টেকনিক্যাল চ্যালেঞ্জের সমাধান খোঁজার পাশাপাশি ক্রিয়েটিভ সলিউশনের উপর কাজ করতে হবে। আর এজন্যে প্রত্যেক টিমে তিনজন করে ছাত্র থাকবে। যে টিম জয় পাবে তাদের চাকরি (Jobs In Google) গুগলে হওয়ার জন্যে ইন্টারভিউ এবং নগদ টাকা জেতার সুযোগ রয়েছে।

English summary
Girl Hackathon: One may get job in Google, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X