For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিম বর্ধমান জেলায় শতাধিক পদে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান নিয়োগ

বর্ধমান জেলায় শতাধিক পদে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান নিয়োগ

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম বর্ধমান জেলার শতাধিক পদে ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কবের মধ্যে আবেদন করা যাবে, তাও বলা হয়েছে। জানানো হয়েছে বয়সের উর্ধ্বসীমা। সেদিকে নজর ফেরানো যাক।

পশ্চিম বর্ধমান জেলায় শতাধিক পদে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান নিয়োগ

শূন্যপদ

পশ্চিম বর্ধমান সিএমওএইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অধীনে ৮৩ জন স্টাফ নার্স, ১১ জন ল্যাব টেকনিশিয়ান ও ১০ জন ফুল টাইম মেডিক্যাল অফিসার বা এফটিএমও নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০৪। রাজ্যের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

১) ফুল টাইম মেডিক্যাল অফিসার বা এফটিএমও-র এমবিবিএস ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

২) স্টাফ নার্সের চাকরির জন্য নার্সিংয়ে বিএসসি বা সম্পূর্ণ জিএনএম কোর্স থাকতে হবে।

৩) ল্যাব টেকনিশিয়ান পদের জন্য পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস + মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা + কম্পিউটার জ্ঞান (এমএস অফসি) থাকা আবশ্যক।

বেতন

ফুল টাইম মেডিক্যাল অফিসার বা এফটিএমও : ৬০ হাজার টাকা

টাফ নার্স : ২৫ হাজার টাকা

ল্যাব টেকনিশিয়ান : ২২ হাজার টাকা

বয়সের উর্ধ্বসীমা

ফুল টাইম মেডিক্যাল অফিসার বা এফটিএমও : ৬৬ বছর পর্যন্ত

টাফ নার্স : ৬৪ বছর পর্যন্ত

ল্যাব টেকনিশিয়ান : ৪০ বছর পর্যন্ত

নিয়োগের পদ্ধতি

ফুল টাইম মেডিক্যাল অফিসার বা এফটিএমও : অ্যাকাডেমিক ও ইন্টারভিউ

টাফ নার্স : অ্যাকাডেমিক ও ইন্টারভিউ

ল্যাব টেকনিশিয়ান : অ্যাকাডেমিক ও কম্পিউটার টেস্ট

আবেদনের পদ্ধতি ও তারিখ

অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাবে। ১১ জানুয়ারি ২০২১ থেকে আবেদন করা যাচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জানুয়ারি ২০২১। ডিমান্ড ড্রাফটের সঙ্গে অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আবেদন ফি

জেনারেল : ১০০ টাকা

এসসি/এসটি : ৫০ টাকা

English summary
Doctor, Nurse and technician need in West Bardhaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X